
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, ‘ফুটবলকে বলুন ক্রিকেটকে বলুন ক্রীড়াঙ্গনকে বলুন সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বলুন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনে নিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি।’
তিনি বলেন, ‘আমাদের দেশ একটা ভয়ংকর সময় পার হয়ে এসেছে। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে বসেছিল। সেই পাথর আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে দানবের মতো ধ্বংস করে ফেলেছে। এই খেলার মাঠগুলোকেও ধ্বংস করে ফেলেছিল। এই ফুটবলকে আমাদের আবার জনপ্রিয় করে তুলতে হবে। এটা একটা ইউনিক ব্যাপার যে একটা রাজনৈতিক দল আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে। সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণরা, ছাত্ররা যেভাবে অভ্যুত্থান ঘটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রেই খেলাধুলা, সংস্কৃতি, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক, বিএনপির পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জেলা বিএনপির রংপুর বিভাগের আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ঠাকুরগাঁও জেলা বিএনপি, দিনাজপুর জেলা বিএনপি, পঞ্চগড় জেলা বিএনপি, সৈয়দপুর জেলা বিএনপি, লালমনিরহাট জেলা বিএনপি, কুড়িগ্রাম জেলা বিএনপি, গাইবান্ধা জেলা বিএনপি, রংপুর জেলা বিএনপি। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির দল অংশ নেয়।