ঢাকা ৭ চৈত্র ১৪৩১, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
English
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন শ্যালকসহ আটক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন শ্যালকসহ আটক
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী। ছবি: খবরের কাগজ

যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার শ্যালক জাকির হোসেনকেও আটক করা হয়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে যশোর থেকে তাদের আটক করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই দুজনকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেন। পরে আটক দেখিয়ে  ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন,  ‘মঙ্গলবার সন্ধ্যায় যশোরের  শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতা সাবেক এমপিকে ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তারা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা।’

এদিকে যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের ঝিনাইদহে নেওয়া হবে।

এইচ আর তুহিন/সুমন/

কঠিন সময়ে ঐক্য ধরে রাখতে হবে: বরকত উল্লাহ বুলু

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:২৩ এএম
কঠিন সময়ে ঐক্য ধরে রাখতে হবে: বরকত উল্লাহ বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। এই সময়ে ঐক্য ধরে রাখতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ফ্যাসিবাদীরা ফের প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহিদ ডা. মিলন হলে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএমইউর বৈষম্যবিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ এ ইফতারের আয়োজন করে।

আগামীতে নির্বাচনের মাধ্যমে ২৫০ আসন পেয়ে বিএনপি ক্ষমতায় গেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে  নিতে জাতীয় সরকার গঠন করবে বলেও জানান বরকত উল্লাহ বুলু।

ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ‘দেশবাসী তারেক রহমানের ফেরার জন্য অধীর  অপেক্ষায় রয়েছে।

বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, ‘দেশবাসী গত ১৭ বছর ভোটের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় পাঠাতে পারে, সেটাই হবে চূড়ান্ত বিজয়।

বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষম্যবিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউর ড্যাবের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, এনডিএফ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান। ইফতার ও দোয়া মাহফিলে গণ-অভ্যুত্থানে আহত বিএমইউতে চিকিৎসাধীন ব্যক্তিরা অংশ নেন।

সংবিধানকে যারা মুছে ফেলতে চায়, তারা সফল হবে না: টুকু

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম
সংবিধানকে যারা মুছে ফেলতে চায়, তারা সফল হবে না: টুকু
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির হাতে দেশে যত সংস্কার হয়েছে, তা কারও হাত দিয়ে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। আজকে সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার (নির্বাচনী আসন-৫) কাকুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলেও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য, সাহসিকতা ও শান্তিপূর্ণ অবস্থানে থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি।

আগামী দিনে বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে এদেশের সব মানুষের সহযোগিতা কামনা করেন যুবদলের সাবেক এই সভাপতি।

বিএনপির এই নেতা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপিকে ভয় পেত। তারা এদেশের জনগণকে ভয় পেত। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা ছিল জনবিচ্ছিন্ন। স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গত ১৬ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। স্বৈরাচারের পতনের পর মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সরকারকে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।

শফিকুল ইসলাম/মাহফুজ

রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব: নাহিদ ইসলাম

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম
রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব: নাহিদ ইসলাম
বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: খবরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘আমরা ন্যূনতম সংস্কারের কথা বলছি। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এ সংস্কার বর্তমান সরকারের অধীনে হতে হবে। মানুষ রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, বিচারের জন্য। সেই ওয়াদা বর্তমান সরকার এবং আমাদের রয়েছে। যে সময়সীমা রয়েছে তার মধ্যে সংস্কার এবং দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহিদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে নাহিদ ইসলাম গতকাল দুপুর ১টার দিকে দুমকিতে ধর্ষণের শিকার কলেজছাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি ভুক্তভোগী সেই কলেজছাত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলো উদ্বেগ তৈরি করছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দুমকির ঘটনাটি আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই আমরা।’

তিনি বলেন, ‘শুধু শহিদ পরিবারের কন্যা হিসেবেই না, একজন সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও এই মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার চাচ্ছি।’

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘’পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে শহিদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির নাম শোনা গেছে। একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য আসামিকে গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মেয়েটির বাবা শহিদ হন। গত মঙ্গলবার শহিদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

দুদকের আনীত অভিযোগ ভিত্তিহীন: জি এম কাদের

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম
দুদকের আনীত অভিযোগ ভিত্তিহীন: জি এম কাদের
কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জি এম কাদের। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহুম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে এক আয়োজনে তিনি এ কথা বলেন। 

বৃহস্পতিবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কাকরাইলের অনুষ্ঠানে জি এম কাদেরকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমি কথা বলছি। তাই আজ আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। ২০১৮ সালের যে অভিযোগ তোলা হয়েছে তখন আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টির রাজনীতি ও নীতি নির্ধারণী বিষয় সিদ্ধান্ত নিতেন হুসেইন মুহম্মদ এরশাদ। তখন নাকি আমি দুর্নীতি করেছি। যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। 

পদবাণিজ্য ও এমপি থাকাকালীন নানা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জি এম কাদের বলেন, আমি এমপি থাকা অবস্থায় গম ও বিভিন্ন যে সহায়তা দেওয়ার যে বিধান রয়েছে তাতে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো দায়দায়িত্ব নেই বা ছিল না। 

জি এম কাদের বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও দায়ের করা মামলাগুলো জনগণ মেনে নেবে না। তিনি আইনি পথে মামলা মোকাবেলা করবেন বলে জানান সভায়। 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিগত সরকারের পতন থেকে বর্তমান সরকারও শিক্ষা নিচ্ছে না। এই দিন না আরও দিন আছে, এই দিনেরে নিয়ে যাব সেই দিনেরও কাছে।’

সরকারের সমালোচনায় জি এম কাদের বলেন, দুঃখের বিষয় হচ্ছে জুলাই আন্দোলনে জয়লাভের পর মুষ্টিমেয় মানুষ এই জয়ের কৃতিত্বের দাবিদার হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জনগণের যে প্রত্যাশা ছিল তা ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে। নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

আশঙ্কা প্রকাশ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমেরিকার সরকার থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের জন্য ভয়াবহ দুর্দিন আসতে পারে। আমাদের রপ্তানি বন্ধ হয়ে আয় ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। আমরা চাল উৎপাদনেও স্বয়ং সম্পূর্ণ নয়, সবকিছুই কিনতে হয়। তাই, রপ্তানিক আয় ও রেমিটেন্স বন্ধ হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। জঙ্গী ইস্যুতে আমেরিকা চাপ দিলে মধ্যপ্রাচ্য থেকেও আমাদের প্রবাসী আয় বন্ধ হয়ে যেতে পারে। হুসেইন মুহম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলনসহ আরও অনেকে। 

জয়ন্ত সাহা/মাহফুজ

জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায়: মীর হেলাল

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম
জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চায়: মীর হেলাল
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেন, জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে। ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) হাটহাজারী শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মীর হেলাল আরও বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে, সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে। 

এসময় শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল।

১৫নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, ১৪নং শিকারপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দীন জনি দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেকান্দার হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, যুগ্ন আহ্বায়ক আইয়ুব খাঁন, চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল আলম তুহিন চট্টগ্রাম উত্তজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, ১৪ নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নূর খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী বাবলু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম টিটু, ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন সাবেক সভাপতি কুয়াইশ কলেজ ছাত্রদল ঈদ্রিস খাঁন হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জি এম সাইফুল,যুগ্ন আহ্বায়ক কামরুদ্দীন নাহিদ পৌরসভা সেচ্ছাসসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, ১৪ নং শিকারপুর যুবদল আহ্বায়ক খায়রুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন জনি ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন যুবদল আহ্বায়ক, মোহাম্মদ হাসান সদস্য সচিব আলী আকবর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য তানভীর ফরহাদ (আপেল) ১৫ নং বুড়িশ্চর ইউনিয়ন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল পারভেজ ১৪ নং শিকারপুর সেচ্ছাসেবক আহ্বায়ক নাছির উদ্দীন সদস্য সচিব মো. এসকান্দার, কুয়াইশ কলেজ ছাত্রদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন রানা, ১৪ নং শিকারপুর ছাত্রদল আহ্বায়ক ইয়াহিয়া, সদস্য সচিব, আকাশ তালুকদার সহ প্রমুখ।