
যশোরে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার শ্যালক জাকির হোসেনকেও আটক করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে যশোর থেকে তাদের আটক করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই দুজনকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদেরকে উদ্ধার করে হেফাজতে নেন। পরে আটক দেখিয়ে ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় যশোরের শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতা সাবেক এমপিকে ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তারা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা।’
এদিকে যশোর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের ঝিনাইদহে নেওয়া হবে।
এইচ আর তুহিন/সুমন/