
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
নগর পুলিশ জানিয়েছে, নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ডবলমুরিং মডেল থানা-পুলিশ চারজন, বাকলিয়া থানা-পুলিশ দুইজন, বন্দর থানা-পুলিশ একজন, পাঁচলাইশ মডেল থানা-পুলিশ সাতজন, কর্ণফুলী থানা-পুলিশ একজন, কোতোয়ালি থানা-পুলিশ পাঁচজন, চকবাজার থানা-পুলিশ একজন, ইপিজেড থানা-পুলিশ একজন, আকবরশাহ্ থানা-পুলিশ পাঁচজন, পতেঙ্গা মডেল থানা-পুলিশ একজন, খুলশী থানা-পুলিশ দুইজন, পাহাড়তলী থানা-পুলিশ একজন, চান্দগাঁও থানা-পুলিশ একজন, হালিশহর থানা-পুলিশ ছয়জন ও বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
সালমান/