ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

উপদেষ্টা মাহফুজের বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর: জামায়াত

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম
উপদেষ্টা মাহফুজের বক্তব্য অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর: জামায়াত
খবরের কাগজ গ্রাফিকস

‘জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল’- অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, মাহফুজ আলমের বক্তব্যটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও অনুমান নির্ভর। তবে তার এ বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে বা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকেও হতে পারে। মাহফুজ আলম জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশি দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

তিনি বলেন, মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে, তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তার নেই। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন। তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে।

মাহফুজ আলমকে উদ্দেশ্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিলো তাতে যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের কারো সংশ্লিষ্টতার কোন প্রমাণ পাওয়া যায়নি। যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিয়েছিল। শেখ হাসিনা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এবং তাদের দলীয় লোকদের দিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে জামায়াত নেতাদের যে বিচার করেছিল তা দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি।

গোলাম পরওয়ার বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে বিচারপতিদের ভয় দেখিয়ে যে বিচার করা হয়েছে তা ছিল বিচারের নামে একটি প্রহসন। তার প্রমাণ স্কাইপ কেলেঙ্কারি, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য, মাওলানা সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর বক্তব্য। এমনকি বৃটিশ সুপ্রিম কোর্ট-এ হাসিনা সরকারের ঐ বিচার গ্রহণযোগ্যতা পায়নি। এ থেকেই প্রমাণিত হয় যে, ১৯৭১ সালে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আহলে সুন্নত আল জামায়াতের পূর্ণ অনুসারী। জামায়াতের আক্বিদার বিষয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর ও এখতিয়ার বহির্ভূত। জামায়াতে ইসলামী, ফরায়েজী জামায়াত, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামের সঙ্গে বৃটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আসছে। মাহফুজ আলম না জেনে-বুঝেই জামায়াত সম্পর্কে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আশা করি, আমাদের এই বক্তব্যের পর তার মনের বিভ্রান্তি দূর হবে এবং দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।

শফিকুল ইসলাম/এমএ/

আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায় জামায়াত

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপ্টা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন নির্বাচন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই আমরা চাচ্ছি, আগামী রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক।’

বুধবার (১৬ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াতের আমির বলেন, ‘তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি, সবগুলো দল রিফর্ম চাচ্ছে, সেই রিফর্ম কেমন হতে পারে এবং আমরা কী চাচ্ছি। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক আছে কি না দেখতে চাই।’

বৈঠক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘তাদের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই, তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কী হবে, সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, উইমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে, সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।’

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে বৈঠকে কথা হয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘জাতি ট্রমাটাইজড! এখনো হাসপাতালে অনেক আহত-পঙ্গুত্ববরণকারীরা পড়ে আছেন। এখনো শহিদদের মা-সন্তান-স্ত্রীরা কান্না করছেন। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা সঠিক বিচার ও শাস্তি চাই।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
ছবি: খবরের কাগজ

প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারে সন্তুষ্ট নই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আমরা ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছি। ডিসেম্বরে সময় অতিক্রম হয়ে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। তারা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি।' 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের স্পষ্ট বার্তার জন্য সরকারি বাসভবনে পৌনে ২ ঘন্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকটি বেলা ১২ টা ৫ মিনিটের দিকে শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে সব বিষয়ে ঐকমত্য হয়েছি, সেগুলো নিয়ে একটা তালিকা হতে পারে।  

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান।

শফিকুল/মেহেদী/

দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পিএম
দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার
খবরের কাগজ গ্রাফিকস

দিনাজপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এক রাতে সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর জেলা পুলিশ যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেইসঙ্গে সব ডেভিল গ্রেপ্তারের জন্য 'অপারেশন ডেভিল হাণ্ট' চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম ১৫ এপ্রিল রাত ৯টায় দিনাজপুর শহরের ইদগাহ আবাসিক এলাকার একটি বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেপ্তার করে। এ ছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

শাহ সারোওয়ার কবির গাইবান্ধা সদর উপজেলার কোম্পানিপাড়া এলাকার শাহ ফিরোজ কবিরের ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় দুটি মামলা চলমান রয়েছে।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সুলতান/মেহেদী/

নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে
খবরের কাগজ গ্রাফিকস

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ এর ৫৫ নম্বর রোড মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবন এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ বৈঠক অংশ নেবেন।

শফিকুল/মেহেদী/

আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম
আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনি এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির (৩৮), হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান (৪০), এমএস কলোনি এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন (৩৩), লোকোশেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের জহুরুল ইসলাম (৩৫)।

আওয়াল কবির ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সরোয়ার জাহান শিশির পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী, কালাম খান দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল হোসেন পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জহুরুল ইসলাম ডালিম সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগের সময় নাশকতার একটি মামলার শুনানিতে আটকরা হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন বিএনপির ওই নেতা-কর্মীরা। এ সময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আদালতের শুনানি শেষে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, সঙ্গে সঙ্গে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন, আদালতের এজলাসে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মতো নয়। বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পার্থ/মেহেদী/