
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (১৯ মার্চ) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া বিক্ষোভ সমাবেশে সারা দেশে মব সন্ত্রাস বন্ধ, জনগণের জানমালের নিরাপত্তা ও ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানানো হয়।
সকালে জেলা শহরের রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলগেট গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশে করে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। বক্তব্য দেন বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদীর কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, এ এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। এ ছাড়া সারা দেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়ন উদ্বেগজনক হারে বেড়েছে। ঢাকাসহ সারা দেশে ডাকাতি, ছিনতাই, খুন, মব সন্ত্রাস ও দখলদারিত্ব অব্যাহত রয়েছে যা বেড়ে চলেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে পরিকল্পিত মব সন্ত্রাস করা হচ্ছে।’
এ সময় বক্তারা ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
রফিক খন্দকার/সুমন/