
দেশ নিয়ে এখনো একটি গভীর ষড়যন্ত্র চলছে। দেশের এই গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশে গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু তারা গণতন্ত্রের শত্রু।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে। এখনো আমাদের যুবসমাজ ভোট দিতে পারে নাই। এই যুব সমাজসহ দেশের ১৭ কোটি মানুষ ভোটের অপেক্ষায় বসে আছে। আর এ কারণে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আত্মাহুতি ও রক্ত ঝরার ফলে যে বাংলাদেশ পেয়েছি এই সুযোগ আমরা দ্বিতীয়বার কিন্তু নাও পেতে পারি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের ইয়াং জেনারেশন, ছাত্রদল, যুবদল, সকল যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, স্বচ্ছ, দুর্নীতি মুক্ত এবং দায়বদ্ধ যে সরকার বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এমন সরকার আমরা চাই, এমন সংসদ আমরা চাই। এবং সেই সংসদ, সেই সরকার তখনই আসবে যখন এদেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু ভোট হবে। সেই ভোটে আমাদের দেশের নাগরিক যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকার যে ধ্বংসস্তূপে রেখে গেছে এমন পরিস্থিতি থেকে যদি উত্তরণ হতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন বিকল্প নাই। এখনো আমাদের নারীরা দেশে নিরাপদ নয়। দেশের বিভিন্ন স্থানে নারীরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। এসব কারণে দেশে আইনের শাসন নেই। চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আমাদের অন্তবর্তী সরকার কিছু করতে পারছে না।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু প্রমুখ।
পরে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সঞ্জিব/সিফাত/