ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে: শামা ওবায়েদ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৩ পিএম
দেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে: শামা ওবায়েদ
ছবি: খবরের কাগজ

দেশ নিয়ে এখনো একটি গভীর ষড়যন্ত্র চলছে। দেশের এই গভীর ষড়যন্ত্র থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি বলেন, সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না। তারা দেশে গণতন্ত্র চায় না, তারা দেশের শত্রু তারা গণতন্ত্রের শত্রু। 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জেলা যুবদল আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের ১৭ কোটি মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে। এখনো আমাদের যুবসমাজ ভোট দিতে পারে নাই। এই যুব সমাজসহ দেশের ১৭ কোটি মানুষ ভোটের অপেক্ষায় বসে আছে। আর এ কারণে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আত্মাহুতি ও রক্ত ঝরার ফলে যে বাংলাদেশ পেয়েছি এই সুযোগ আমরা দ্বিতীয়বার কিন্তু নাও পেতে পারি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমাদের ইয়াং জেনারেশন, ছাত্রদল, যুবদল, সকল যুবসমাজ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, স্বচ্ছ, দুর্নীতি মুক্ত এবং দায়বদ্ধ যে সরকার বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এমন সরকার আমরা চাই, এমন সংসদ আমরা চাই। এবং সেই সংসদ, সেই সরকার তখনই আসবে যখন এদেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু ভোট হবে। সেই ভোটে আমাদের দেশের নাগরিক যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকার যে ধ্বংসস্তূপে রেখে গেছে এমন পরিস্থিতি থেকে যদি উত্তরণ হতে হয় তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দলের কোন বিকল্প নাই। এখনো আমাদের নারীরা দেশে নিরাপদ নয়। দেশের বিভিন্ন স্থানে নারীরা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। এসব কারণে দেশে আইনের শাসন নেই। চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আমাদের অন্তবর্তী সরকার কিছু করতে পারছে না। 

ইফতার ও দোয়া অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু প্রমুখ।

পরে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
 
সঞ্জিব/সিফাত/

আমতলীতে যুবলীগ সভাপতিসহ আটক ৩

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম
আমতলীতে যুবলীগ সভাপতিসহ আটক ৩
আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফ

বরগুনার আমতলীতে মিছিলের প্রস্তুতি সভা চলাকালে পৌর যুবলীগ সভাপতি ও দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে আমতলী পৌর শহরের ওয়াপদা সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আমতলী পৌর যুবলীগের সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য আরিফ-উল হাসান আরিফ, আঠারগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান হাসিব এবং ওই ইউনিটের সদস্য মিরাজ হোসেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতির খবরে ওয়াপদা সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে যুবলীগ ও ছাত্রলীগের এই তিন নেতা আটকের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপু/মেহেদী/

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
সূবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীর

নোয়াখালীর সূবর্ণচরে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আলমগীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সূবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, চারিত্রিক স্খলনের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে কাজী আলমগীরকে সূবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতির পদসহ সব সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, বুধবার (২৩ এপ্রিল) সূবর্ণচর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সই করা চিঠিতে উপজেলা বিএনপির নেতা কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়, 'আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক স্খলনজনিত কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া কর্তৃক নির্দেশিত হয়ে আপনাকে দলের প্রাথমিক সদস্য ও সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো।'

জানা গেছে, অজ্ঞাত এক নারীর সঙ্গে আপত্তিকর একটি ভিডিও বিএনপি নেতা কাজী আলমগীরের ফেসবুকের স্টোরিতে প্রকাশ পায়। পরে সেটি ভাইরাল হয়ে বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। যা উপজেলা বিএনপি নেতাদের দৃষ্টিগোচর হয়।

অভিযুক্ত বিএনপি নেতা কাজী আলমগীর এটিকে ষড়যন্ত্র বলে দাবি করে বলেন, আমি ফেসবুক চালাতে জানি না। ভুলে কোথা থেকে কী হয়েছে তাও বলতে পারব না। দলের একটি গ্রুপ আমার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছে। তারাই এ ভিডিও ছড়িয়ে দিয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, ভিডিও ভাইরালের পর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার নির্দেশে কাজী আলমগীরকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। 


মজনু/মেহেদী/

জামায়াতের ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচন করার আহ্বান আমিরের

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম
জামায়াতের ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচন করার আহ্বান আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ভিন্ন ধর্মাবলম্বীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের যত ন্যায্য দাবিদাওয়া ছিল, আগে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনি ইশতেহারে এসব দাবি পূরণের অঙ্গীকার করত। তবে কখনো তারা সেগুলো বাস্তবায়ন করেনি।

বুধবার (২৩ এপ্রিল) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক সন্তোষ শর্মা, হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রমুখ। 

মসজিদ-মন্দিরে যেনকোনো পাহারা দিতে না হয়, তেমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই জামায়াতের লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই দেশে মসজিদ-মাদ্রাসা যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা বদলাতে চাই। এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে কাউকে মন্দির পাহারা দিতে হবে না।’

সমাজের খারাপ অবস্থা থেকে উঠে দাঁড়াতে সবাইকে সত্য বলার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাহস করে আজ যদি সত্যকে সত্য বলেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, তাহলে খারাপ সংস্কৃতিগুলো সমাজ থেকে দূর হবে।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

সরকারি নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) পলকের নিজ এলাকা সিংড়া থানার এস আই  আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেছেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।

কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি করা হয়েছে। 

মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

এদিকে, একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। সূত্র: ইউএনবি

সুমন/

রওশন এরশাদের সুন্দর মহলকে ‘দালাল মহল’ করার দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ এএম
রওশন এরশাদের সুন্দর মহলকে ‘দালাল মহল’ করার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহে রওশন এরশাদের বাড়ির নাম ‘দালাল মহল’ করার দাবিতে মানববন্ধন। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহে রওশন এরশাদের বাড়ির নাম ‘দালাল মহল’ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ শহরের ফায়ার সার্ভিস রোডে অবস্থিত ভবনটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের ‘সুন্দর মহলকে’ বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়েছে। জাতীয় পার্টির নেতারা বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকারকে গণহত্যায় পুরোপুরি সমর্থন দিয়েছে। 

এখন তারা নিজেদের বাঁচাতে সুশীলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুশীলতার আড়ালে তারা আওয়ামী লীগকেই পুনর্বাসন করতে চায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল নাকিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো বিনা ভোটে নির্বাচন হয়েছে, সবগুলোতেই রওশন এরশাদ শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছেন। গণতন্ত্র হত্যাকারীদের অবশ্যই বিচার করতে হবে।’

সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ ওলি বলেন, রওশনের এই ভবনে রেস্তোরাঁ করতে দেওয়া হবে না। আমরা এই ভবনকে সুন্দর মহল হিসেবে দেখতে চাই না। এই ভবনের নাম পরিবর্তন করে দালাল মহল করতে হবে। কারণ, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের দালালি করেছে।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

কামরুজ্জামান মিন্টু/সুমন/