ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:২১ এএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:৫০ এএম
হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ
হুসেইন মুহম্মদ এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন আজ (২০ মার্চ)। ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম শহরে ‘লাল দালান’ বাড়িখ্যাত নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮২ সালের ২৪ মার্চ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। এর চার বছর পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। 

এরশাদ তার শাসনামলে উপজেলা পরিষদ গঠন ও উপজেলাভিত্তিক তিন স্তরের প্রশাসনব্যবস্থা চালু করা, ৬টি জেলায় হাইকোর্টের বেঞ্চের সম্প্রসারণ ও প্রতিটি উপজেলায় মুন্সেফ কোর্ট স্থাপন, সর্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপজেলা সড়ক সম্প্রসারণ, সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ, ঢাকা বন্যা নিরোধ বাঁধ নির্মাণ, পথকলি ট্রাষ্ট গঠন, সারা দেশে ৫৬৮টি গুচ্ছগ্রাম স্থাপন করে ২১ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেন। রাষ্ট্রধর্ম ইসলাম চালু করেন তিনি। 

উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড করলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় এরশাদ নিন্দিত হন দেশজুড়ে। ‘স্বৈরাচার’ তকমা লাভ করেন তিনি। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিভিন্ন রাজনৈতিক দল। গণ-অভ্যুত্থানে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন এরশাদ। পরে তিনি গ্রেপ্তার হন। জেলে থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ৫টি করে আসনে জয়ী হন হুসেইন মুহম্মদ এরশাদ। 

২০০৮ সালে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক হয়। ২০১৪ সালের বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও পরে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। এতে অপরাপর রাজনৈতিক দলগুলো জাপাকে ‘গৃহপালিত বিরোধী দলের’ তকমা দেয়। 

এরশাদ জীবদ্দশাতেই তার গড়ে তোলা দল জাতীয় পার্টির ৫ দফা ভাঙন দেখে গেছেন। তার দলের কর্তৃত্ব নিয়ে ভাই জি এম কাদের ও স্ত্রী রওশন এরশাদের দ্বন্দ্ব প্রশমন করতেও পারেননি তিনি। ২০১৯ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর ২০২৪ সালের ৯ মার্চ রওশন এরশাদ মূল দলে ষষ্ঠ দফায় ভাঙন ধরান।

সংস্কার ছাড়া নির্বাচন হবে না, একথা জনগণ মানে না: আমিনুল হক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ পিএম
সংস্কার ছাড়া নির্বাচন হবে না, একথা জনগণ মানে না: আমিনুল হক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং তা একটি নির্বাচিত সরকার করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মোহাম্মদপুর থানা বনাম ভাষাণটেক থানার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় ফুটবল ও ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজ ব্যক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন- ক্রীড়াঙ্গনের ধ্বংস ও লুটপাটের পরেও যে সকল স্বৈরাচারের দোসররা এখনো বহাল রয়েছেন তারা যদি মনে করেন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই দেশের ক্রীড়াপ্রেমী মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করছে, এদেশের জনগণ এটাকে কখনোই সমর্থন করে না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, একথা জনগণ মানে না। 

নির্বাচন এ বছরের ডিসেম্বরের ভিতরেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারে নাই। মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পরিপূর্ণ সংষ্কারের জন্য, শেখ হাসিনাসহ তার স্বৈরাচারের দোসরদের বিচারের জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। 

এসময় বিএনপি চেয়াপারসন উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, ইবরাহীম খলিল, তাসলিমা রিতা, এছাড়াও তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলী, মোহাম্মদপুর থানা বিএনপি আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মীর মো. কামাল হোসেন, মিজানুর রহমান ইসহাক, ৩৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এ্যাড. মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত  আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, থানা সদস্য হাজী নিজাম উদ্দিন, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, ভাষাণটেক থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদির, গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

মোহাম্মদপুর থানা বনাম ভাষাণটেক থানার মধ্যকার ম্যাচে ২-০ গোলে মোহাম্মদপুর থানা জয়ী হয়। 

মাহফুজ/  

গণ-অভ্যুত্থান পরবর্তীতে ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পিএম
গণ-অভ্যুত্থান পরবর্তীতে ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি একাত্মতা জানান। 

হুঁশিয়ারি দিয়ে হাসনাত ফেসবুকে লিখেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কী হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না।’

হাসনাত আরও লিখেছেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত শিক্ষার্থীদের দাবিদাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন।’ 

 

তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে: তারেক রহমান

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:১২ পিএম
তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে: তারেক রহমান
ছবি: খবরের কাগজ

তিস্তা নিয়ে বহু রাজনীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে যে কোনো মূল্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের ভয়াবহতা ও উপকারিতা জড়িয়ে রয়েছে। তিস্তা নিয়ে বিএনপির  রাজনীতি হলো, যেটি করলে এদেশের মানুষের কষ্ট লাঘব হবে, এই অঞ্চলের মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনের অডিটরিয়ামে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা শেষে আজ (মঙ্গলবার) বিকালে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি-কালচার বা সংস্কৃতি আছে। সেরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্যও আছে। আর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের ঐতিহ্য।’ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ যদিও ল্যান্ড ওয়াইজ (আয়তনের দিক থেকে) বড় দেশ নয়, তবুও জনসংখ্যার ভিত্তিতে অনেক বড়। লালমনিরহাটের যেমন সাহিত্য ও সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি কুড়িগ্রামের আছে, চট্টগ্রামের আছে, কুষ্টিয়ার ওইদিকেও আছে।’

তিনি বলেন, সংস্কৃতি ও খেলাধুলাকে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে। পড়াশোনার পাশাপাশি শিশুরা যেন বাধ্যতামূলকভাবে সব অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে, যাতে তারা মানসিক ও শারীরিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এর ফলে শিশুদের যেমন মানসিক বিকাশ ঘটবে, তেমনই তাদের শারীরিক বিকাশও ঘটবে।’

তিনি বলেন, ‘বিএনপি যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, দেশীয় কৃষ্টি-কালচারকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি গত ১৭ বছর বহু সংস্কৃতিকর্মী কষ্টে জীবনযাপন করেছেন, চিকিৎসার অভাবে কষ্টে দিন কেটেছে তাদের। যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে সুযোগ ছিল, এমন অনেক সংস্কৃতিকর্মীকে সহযোগিতা করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে, আমরা এই কালচার (সংস্কৃতি) এগিয়ে নিয়ে যাব।’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলনেতা ইকবাল হোসেন শ্যামল। প্রশিক্ষণ কর্মশালায় লালমনিহাট জেলার পাঁচ উপজেলার দুই শতাধিক নেতা অংশ নেন।

কর্মশালায় অংশ নেওয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়েই বাংলাদেশে শান্তি ফিরে আসবে, সব সেক্টর দুর্নীতিমুক্ত হবে, দেশে থাকবে না একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা।

এর আগে কর্মশালার প্রথম অধিবেশনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে দিয়েই বাংলাদেশে ফ্যাসিবাদের মুলৎপাটন হবে। একদলীয় শাসনের মাধ্যমে দেশের মানুষ আর জিম্মি থাকবে না। ৩১ দফার মাধ্যমেই দেশে শান্তি ফিরে আসবে।

তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মানুষকে মানুষ মনে করেনি, তারা তাদের মনপুত একটি দলকে তারা প্রাধান্য দিয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুথ্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগন দেশটিকে দেখিয়ে দিয়েছে তারা বাইরের প্রভুত্ব মানে না।

মাহফুজুল ইসলাম বকুল/সিফাত/

মে দিবসে ঢাকায় সমাবেশ করবে বিএনপি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম
মে দিবসে ঢাকায় সমাবেশ করবে বিএনপি
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী পহেলা মে ঢাকায় সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এদিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এছাড়াও দেশের সকল বিভাগে, মহানগরে, জেলায় শ্রমিক দল নিজ নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে।  

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম খান। বিকালে সাড়ে ৩টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সব অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা করে বিএনপি। এই সভা থেকেই পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে হবে ঢাকা ও জেলা পর্যায়ের এই সমাবেশ। 

নজরুল ইসলাম খান বলেন, পহেলা মে সরকারি ছুটির দিন, আমরা আশা করছি সমাবেশের কারণে দূর্ভোগ সৃষ্টি হবে না। শ্রমিক সমাবেশ কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আমারা আলোচনা করেছি। আমরা আশা করছি, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। 

তিনি বলেন, বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। মহান মে দিবসের অন্যতম দাবি ছিল ৮ ঘণ্টা। কিন্তু আজও সব শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে তা বলা যায় না। শিল্পকারখানায় শ্রমিকদের ৮ ঘণ্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।

যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির, চেয়ারপারসনের বিশেষ সহকারি ও শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সেক্রেটারি নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর দক্ষিণের সুমন ভুইয়া ও বদরুল আলম সবুজ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

শফিকুল ইসলাম/মাহফুজ

দ্রুত নির্বাচনের জন্য আন্দোলনের দরকার নেই: দুদু

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৫:০০ পিএম
দ্রুত নির্বাচনের জন্য আন্দোলনের দরকার নেই: দুদু
ছবি: ইউএনবি

ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ড. ইউনূসের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে যত দ্রুত সম্ভব সংস্কার করে তা অনুষ্ঠানের জন্য নিজেদের দাবির কথা পুনর্ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।

ইতোমধ্যে প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা। 

বিকাল সাড়ে ৪টায় কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র: ইউএনবি

সিফাত/