ঢাকা ৫ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে অব্যাহতি

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম
নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে অব্যাহতি
এ এফ এম আজিজুল ইসলাম পিকুল

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির আহ্বায়ক এএফএম আজিজুল ইসলাম পিকুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলার নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এএফএম আজিজুল ইসলাম পিকুলকে দলটির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহিতপ্রাপ্ত পিকলুর জায়গায় নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। 

অপরদিকে একই জায়গায় পাল্টা ইফতার মাহফিল আয়োজনের কথা জানায় স্থানীয় বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীদের অপর একটি পক্ষ। এ নিয়ে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুপক্ষই অবস্থান নেয় এবং বিকেল ৪টার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই কলেজ ও আশপাশ এলাকায় রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

কামরুজ্জামান/পপি/

সংবিধানের সব সংশোধনীতে গণভোটের প্রয়োজন নেই: সালাহউদ্দিন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট: ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম
সংবিধানের সব সংশোধনীতে গণভোটের প্রয়োজন নেই: সালাহউদ্দিন
জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শেষে সাংবাদিকদের সঙ্গে সালাহউদ্দিন আহমেদ। ছবি: খবরের কাগজ

সংবিধানের সব সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষে পাস করার পরে রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বিষয়টিতে দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি, সংবিধানের সব সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়। শুধু যেসব বিষয় বর্তমানে সংবিধানে রয়েছে সেগুলো। এ ছাড়া সংবিধানের মূলনীতি, ৪৮, ৫৬ এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করতে হলে গণভোটে যেতে হবে। ঢালাওভাবে যদি আমরা সব সংশোধনী গণভোটের জন্য বিধান রাখি তাহলে সেটা অনুচিত হবে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে সব বিষয়ে আলোচনা শেষ না হওয়ায় আগামী রবিবার আবার বৈঠকে বসবে বিএনপি। 

সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে দফাওয়ারি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্দিষ্ট করে বলতে পারব না আমরা কতটি প্রস্তাবে একমত হয়েছি। আমরা প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি। কিছু বিষয়ে ভিন্নমত থাকতেই পারে এবং আছে।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ছাড়া সব বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোটের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বিএনপি বিষয়টিতে দ্বিমত জানিয়েছে। দলটির যুক্তির বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি এবং প্র্যাকটিসে যদি আমরা ৭০ অনুচ্ছেদ অর্থবিল ছাড়া বাকি সব ক্ষেত্রে ওপেন করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে না এবং রাষ্ট্র পরিচালনার জন্য ব্যাপক বাধা আসতে পারে। আমরা বলেছি অর্থবিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যেকোনো বিষয়ে আলাপ-আলোচনা এবং সংসদে ভোট দিতে তাদের কোনো বাধা থাকবে না। ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায়, যদি সেই পর্যায়ে পৌঁছাতে পারি তাহলে ৭০ অনুচ্ছেদের বিষয়ে আরও অনেক বিষয় তখন আমরা ওপেন করে দিতে পারব। অথবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে, সেটা আমরা মনে করি।’

জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়ে বৃহস্পতিবার আলোচনা হয়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। প্রাথমিক আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ ধারণার সঙ্গে একমত নই। এনসিসি আমাদের দেশে কোনো প্র্যাকটিস ছিল না। রাজনৈতিক ও সংসদীয় ইতিহাসে এটা নতুন হবে। আমরা বলেছি এই বিষয়টি পরবর্তী নির্বাচিত সংসদে বিস্তর আলোচনা করা যাবে। এখনো আমরা নীতিগতভাবে একমত হইনি।’

রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে বিএনপি পঞ্চাদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চায় বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস আছে। ওখানে গণতন্ত্র, জাতীয়তাবাদসহ সবকিছু আছে রাষ্ট্র এবং সংবিধানের মূলনীতি হিসেবে। আমরা বহুত্ববাদের বিরোধিতা করেছি। তবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার যে কথাগুলো স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ করা আছে, সেই সব বিষয়ে তারা প্রস্তাবনায় এবং রাষ্ট্রীয় মূলনীতিতে অন্তর্ভুক্ত করা যায়, এখানে প্রস্তাব করেছে। আমরা বলেছি এ বিষয়ে আমরা নীতিগতভাবে একমত। তবে দলীয় সিদ্ধান্ত পরে জানাব।’

সংবিধান সংস্কার কমিশনের যেসব বিষয়ে একমত হয়েছেন তা কীভাবে বাস্তবায়ন হবে- এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সবার সঙ্গে আলোচনা করে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো একত্রিত করে প্রতিবেদন তৈরি করে পক্ষগুলোকে স্বাক্ষর করতে বলবেন, সেটা ওনারাই বুঝবেন, এটাকে ওনারা জুলাই সনদ বলবেন নাকি কী বলবেন তা ঠিক করবেন।’

সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ‘আমরা দেখেছি, গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। শুধু তাই নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে বিএনপির একটি বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এ দলটি দাবি উত্থাপন করেছে, কর্মসূচি দিয়েছে। ফ্যাসিবাদী শাসনের লড়াইয়ের পাশাপাশি সংস্কারের তাগিদ দিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সামনে অগ্রসর হতে চাই।’ 

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শফিকুল ইসলাম/মাহফুজ

 

আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে: বিএনপি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পিএম
আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে: বিএনপি
মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে বিএনপির নেতা-কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজ সহ নেতৃবৃন্দরা। 

জাতীয় নাগরিক পার্টিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন এবং গত ১৪ এপ্রিল সোমবার রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ওপর প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতাদের বিশৃঙ্খলার হামলা দলীয়ভাবে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোসহ বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর বিরুদ্ধে ভূল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে রাজধানীর রূপনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি প্রায় ২০ হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। তাদের অভিযোগ, গত ১৫ এপ্রিল রূপনগরে ঘটে যাওয়া প্রেম ঘঠিত ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্তরে অপপ্রচার চালায় এনসিপি। যেখানে প্রেমঘঠিত ঘটনাকে উল্লেখ না করে বিএনপি চাঁদাবাজি করে এই মর্মে বক্তব্য দেয় এনসিপি নেতারা। যেখানে ক্লিন ইমেজের নেতা আমিনুল হকের বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়ানো হয়। এমন বক্তব্যের অভিযোগ জানিয়ে বিএনপি নেতারা বক্তব্যে বলেন, বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।

এ সময় বিএনপি নেতারা আরও বলেন-আমিনুল হকের বিরুদ্ধে যা-ই করেন, যত অপপ্রচার করেন তার কিছুই করতে পারবেন না। আমরা তৃণমূল বিএনপি নেতা-কর্মীরা আমিনুল হককে মাথায় করে রাখব। আপনারা ভালো কাজ করার সুযোগ দেন, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করেন। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না। 
এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় এবং পাশাপাশি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রূপনগরের সচেতন নাগরিকসহ বিএনপি নেতা-কর্মীরা প্রায় ২০ হাজারের অধিক লোক নিয়ে প্রতিবাদ সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ নম্বর থেকে মিরপুর অরজিনাল ১০ হয়ে প্রশিকার মোড় দিয়ে রূপনগর আবাসিক মোড়ে এসে শেষ হয়। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মহানগর সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, হাফিজুর রহমান শুভ্র, হুমায়ুন কবির রওশান, নূরুল হুদা ভূইয়া নূরু, আশরাফুজ্জাহান হাহান, আবুল হোসেন আব্দুল, মাহবুবুর রহমান, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি শেখ ফরিদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, থানা সদস্য খান মুরাদ হোসেন, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, আশরাফ গাজী, আনিছুর রহমান, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মো. আবদুস ছালাম, বানানী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন নূর, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর কামাল হোসেন, আদাবর থানা বিএনপি আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, বিমানবন্দর থানা বিএনপি আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মহিউদ্দিন তারেক, মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, মো. চান মিয়া, থানা আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আলী, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, দেওয়ান সি এম আনোয়ার হোসেন, ভাষাণটেক থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদির, রুপনগর থানা বিএনপির ৭ নং ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, পল্লবীর ৩ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম সদস্য সচিব গোলাম কিবরিয়া, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কায়সার হামিদ, সদস্য সচিব শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, যুবদল রূপনগর থানার আহ্বায়ক সোয়েব খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদুর রহমান মাসুদ খান, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, দারুসসালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো, শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন দেওয়ান গিয়াস ও সোলায়মান দেওয়ান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের
ছবি: সংগৃহীত

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিল এবং দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান যেকোনো মূল্যে সফল করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাভারের জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলার (উত্তর) সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ভারতে ওয়াক্ফ আইন সংশোধন করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের মতো পবিত্র সম্পদ হরণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ‘প্রতিবেশীর হক হিসেবে আমাদের দায়িত্ব ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। তাই ২৩ এপ্রিলের গণমিছিল যেকোনো অবস্থাতে সফল করতে হবে। এটি আমাদের ইমানি, নৈতিক ও জাতীয় দায়িত্ব।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী বলেন, ‘ফিলিস্তিনের মজলুমদের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি। তবে ভারতের মুসলমানদের পক্ষে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ 

এ সময় জেলা সহ-সাধারণ সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, সহসভাপতি ও সাভার থানা সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা মাহমুদুল হাসান আওলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান প্রমুখ। 

 

নতুন দলের নিবন্ধনে আরও ৩ মাস সময় চায় এনসিপি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম
নতুন দলের নিবন্ধনে আরও ৩ মাস সময় চায় এনসিপি
জাতীয় নাগরিক পার্টি

নির্বাচন কমিশনে (ইসি) এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অথচ ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার শেষ হচ্ছে নতুন রাজনৈতিক দলগুলোর আবেদন করার সময়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটির পক্ষ থেকে ইসিকে নিবন্ধন আবেদনের সময়সীমা আরও তিন মাস (৯০ দিন) বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে রবিবার সময় বাড়ানোসহ কয়েকটি দাবিতে সিইসির সঙ্গে বৈঠক করবে এনসিপির একটি প্রতিনিধিদল। দলটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘোষিত সময় পর্যন্ত অপেক্ষার পর সার্বিক বিষয় বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কমিশন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান জানিয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করে গত ১০ মার্চ। বৃহস্পতিবার পর্যন্ত ৩৮ দিন পেরিয়ে গেলেও ইসিতে আবেদন জমা দিয়েছে মাত্র ১১টি রাজনৈতিক দল। এর মধ্যে বাংলাদেশ কনজারভেটিভ পার্টি ছাড়া বাকি ১০টি দলই আবেদন করেছে সময় বাড়ানোর জন্য। ‘আওয়ামী লিগ’ নামে একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ না হওয়ায় গ্রহণ করেনি ইসি। 

আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে তাদেরকে ইসির নিবন্ধন নিতেই হবে। নিবন্ধনের শর্ত পূরণ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিবন্ধনের জন্য আবেদন করার সময় বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার খবরের কাগজকে বলেন, ‘সময় বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জমা পড়া আবেদন দলগুলোর মধ্যে অনেকে বাড়তি সময় চেয়েছেন। এ বিষয়ে রবিবার আমরা কমিশনের সিদ্ধান্ত নেবো।’ 

নিবন্ধনের জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ছিলো শর্ত সহজ/শিথিল করার। একই দাবি এসেছে দলগুলোর পক্ষ থেকেও। আপনাদের সিদ্ধান্ত কী-এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ বিষয়েও আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। ৩ মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করে আমরা আগস্ট-সেপ্টেম্বরে দলগুলোর সঙ্গে সংলাপ করতে চাই। তাই আমাদের হাতে সময় কম।’

বৃহস্পতিবার নিবন্ধন আবেদনের সময়সীমা অন্তত ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়ে ইসি সচিবের দপ্তরে চিঠি দিয়েছে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ‘চিঠিতে আমরা মৌলিক সংস্কার ও দল নিবন্ধনের জন্য সময় বাড়ানোর দাবি জানিয়েছি। একই সঙ্গে আমাদের একটা টিম আগামী রবিবার দুপুর ১২টায় সিইসির সঙ্গে দেখা করে উদ্বেগগুলো জানাবে। সেখানেও নিবন্ধনের সময়সীমা বাড়ানোসহ বেশকিছু বিষয়ে আলোচনা হবে।’

এনসিপির চিঠিতে বলা হয়েছে, মৌলিক সংস্কার কার্যক্রমের দৃশ্যমান কোনো অগ্রগতি এবং বিদ্যমান আইন যুগোপযোগী করার আগেই ইসির রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম শুরু করায় তা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে সমালোচনার জন্ম দিয়েছে।

এনসিপি মনে করছে, ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও প্রাসঙ্গিক আইনের অধীনে রাজনৈতিক দল নিবন্ধন শর্তাবলিসমূহ সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক। আগের স্বৈরাচারী সরকারের আমলে তৈরি এই বিধিগুলো রাজনৈতিক বহুত্ববাদকে সংকুচিত এবং ক্ষমতা কুক্ষিগত করতে প্রণয়ন করা হয়। এজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাবকে সমর্থন করে জেলা পর্যায় ১০ শতাংশ এবং উপজেলা পর্যায়ে ৫ শতাংশ কার্যালয় স্থাপনের শর্ত সহজীকরণের পাশাপাশি প্রতি ৫ বছরে নিবন্ধিত সব দলের নিবন্ধন নবায়ন বাধ্যবাধমূলক করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধনের পর নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু করা এবং বিদ্যমান নিবন্ধিত দলগুলোর নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক মনে করছে এনসিপি।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের জন্য নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, প্রতি সংসদ নির্বাচনের আগে নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলগুলোর কাছে আবেদন চায় সংস্থাটি। বাংলাদেশে এ পর্যন্ত ৫৪টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে ৫টি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। ২০১৮ সালেও শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে আবেদনকারী ৭৬ দলের কোনটিকেই নিবন্ধন দেয়নি ইসি। পরে ২০১৯ সালে আদালতের আদেশে নিবন্ধন পায় ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

 

মুফতি ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে মামলা

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম
মুফতি ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে মামলা
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে বিবাদী করা হয়েছে।

মামলার আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আমাদের আর্জি শুনেছেন। আমরা আদালতকে জানিয়েছি স্বৈরাচার সরকার নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে। স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে। তার ওপর হামলা হয়েছে। এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছিলেন, তিনি তো (ফয়জুল করীম) ইন্তেকাল করেন নাই। এই ইন্তেকাল কমিশন হাতপাখা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে। তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি। ৫ আগস্টের পর পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।

তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসন দিয়ে বরিশাল সিটি করপোরেশন পরিচালিত হচ্ছে। এতে নগরবাসী কোনো নাগরিক সেবা পাচ্ছে না। আমরা চাই ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে আদালত জনগণের প্রতিনিধি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা করবেন।

মামলার অপর বিবাদীরা হলেন- গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, হরিণ প্রতীকের আলী গোসেন হাওলাদার, হাতি প্রতীকের আসাদুজ্জামান, লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন।

আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির বলেন, আদালত আমাদের বক্তব্য শুনেছেন। পরবর্তী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ তুলে ধরবেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বিতা করেন অপর ৬ প্রার্থী। নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার, যা নিয়ে সারা দেশে সমালোচনা শুরু হয় এবং তার পদত্যাগের দাবি ওঠে। পরবর্তী সময়ে হাতপাখার প্রার্থীর কাছে ক্ষমা চান সাবেক প্রধান নির্বাচন কমিশনার। ওই নির্বাচনে প্রকাশিত ফলাফলে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীকের আবুল খায়ের আব্দুল্লাহ পান ৮৭ হাজার ৮০৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি সৈয়দ ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট। ফলাফল নিয়ে সেই সময়েই তুমুল বিতর্ক দেখা দেয়।