ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব: নাহিদ ইসলাম

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম
রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব: নাহিদ ইসলাম
বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: খবরের কাগজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনে যাব।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘আমরা ন্যূনতম সংস্কারের কথা বলছি। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এ সংস্কার বর্তমান সরকারের অধীনে হতে হবে। মানুষ রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, বিচারের জন্য। সেই ওয়াদা বর্তমান সরকার এবং আমাদের রয়েছে। যে সময়সীমা রয়েছে তার মধ্যে সংস্কার এবং দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহিদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে নাহিদ ইসলাম গতকাল দুপুর ১টার দিকে দুমকিতে ধর্ষণের শিকার কলেজছাত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি ভুক্তভোগী সেই কলেজছাত্রী ও তার পরিবারের খোঁজ-খবর নেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলো উদ্বেগ তৈরি করছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘দুমকির ঘটনাটি আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই আমরা।’

তিনি বলেন, ‘শুধু শহিদ পরিবারের কন্যা হিসেবেই না, একজন সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও এই মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার চাচ্ছি।’

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘’পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে শহিদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির নাম শোনা গেছে। একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্য আসামিকে গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মেয়েটির বাবা শহিদ হন। গত মঙ্গলবার শহিদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৬ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৬ পিএম
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল করে এনসিপি। ছবি: খবরের কাগজ

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণপরিষদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে মশাল মিছিল ও বিকেলে রাজধানীর উত্তরায় মিছিল-সমাবেশ করে দলটি।

মশাল মিছিলপূর্ব সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘জুলাই মাসে আপনারা (পুলিশ সদস্যরা) আওয়ামী লীগের ফাঁদে পড়ে গণহত্যায় অংশ নিয়েছেন। এই পাপ মোচনের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরের যেখানে যেখানে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হচ্ছেন, তাদের গ্রেপ্তার করেন। এটাই একমাত্র রাস্তা। এটা যদি নিষ্ঠার সঙ্গে করেন, বাংলাদেশের ছাত্র-জনতা আপনাদের বুকে টেনে নেবে। যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে, তা হলে আমরা ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের পরিষ্কার করতে হবে, আপনারা আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেবেন কি দেবেন না। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের রাজপথে থাকবে, কোন আওয়ামী লীগ আসে আমরা দেখব।’

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না উল্লেখ করে এই নেতা বলেন, ‘কেউ কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন। ভাবতেছেন জনগণ নাই ফাঁকা মাঠে গোল দেব, আপনাদের বলতে চাই ১৫ বছর গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ কিন্তু শক্ত ডিফেন্স তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কারচুপির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। যারা এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন আর ঢাকায় বিভিন্ন সেমিনারে সুশীল হয়ে মাঠগরম করবেন এই জিনিস আর হচ্ছে না।’ এ সময় তিনি কুয়েটের ভিসিকে না সরালে কুয়েট অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবেন বলে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে দলের যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান কি না আপনাদের স্পষ্ট করতে হবে।

বিকালে উত্তরা বিএনএস সেন্টারের সামনে আয়োজিত সমাবেশে দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কীভাবে আমরা নির্বাচনের কথা বলি। ওই খুনি হাসিনার খুনি শব্দটি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। দেওয়ালে লেখা রয়েছে বাংলাদেশে আর স্বৈরাচার চাই না। রক্তের বিনিময়ে যেই স্বৈরাচার হটানো হয়েছে সেই স্বৈরাচার আমরা আর চাই না। এই স্বৈরাচার কখনো একা হয়ে উঠতে পারে না, হাসিনা কখনো একা খুনি হতে পারে না। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে কোনো নির্বাচনের আলাপ করা যেতে পারে না।’

 

সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
সংস্কারের যেসব বিষয়ে দলগুলো একমত তা প্রকাশের দাবি বিএনপির
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশে রাজনৈতিক দলগুলো কোথায় ঐকমত্য পোষণ করেছে তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নতুনভাবে ঐকমত্যের কোনো প্রয়োজন নেই। ঐকমত্য প্রয়োজন সংস্কার ও নির্বাচনের বিষয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংস্কারের বিষয়ে প্রত্যেকটি দল কমিশনে যে প্রস্তাব জমা দিয়েছে, তার মধ্যে যেসব বিষয়ে সবাই একমত হয়েছে সেগুলো জাতিকে জানানো। কেন জানাচ্ছেন না? যে বিষয়ে ঐকমত্য হয়েছে তা জাতিকে জানিয়ে সনদে সই করে নির্বাচনের দিকে যাওয়া ছাড়া বিকল্প কোনো কাজ নেই।’

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পরে সন্ধ্যায় গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপি।

সংস্কার মানা না মানা নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘বিএনপি সংস্কার চায় না- একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো জলঘোলা ছাড়া কিছুই না। আপনাদের (সরকার) দায়িত্ব হচ্ছে কারা কোথায় কোথায় একমত হয়েছে তা জাতিকে জানানো। এ জন্য ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই।’

বৈঠক শেষে এনডিএমের চেয়ারম‌্যান ববি হাজ্জাজ বলেন, ‘দ্রুত সময়ের মধ্য সবদলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করতে হবে। এই সনদ তৈরির জন্য ৩০ দিনের বেশি সময় প্রয়োজন নেই। সনদ তৈরি হয়ে গেলে নির্বাচনে কোনো ধরনের বিলম্ব হওয়ার প্রয়োজন নেই। কারণ সবাই চাই দ্রুত একটি নির্বাচন হয়ে যাক।’

বিএনপির পক্ষে থেকে দুটি বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অপরদিকে, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়। এনডিএমের বৈঠক শেষে গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করে।

শফিকুল ইসলাম/এমএ/

স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২২ পিএম
স্বৈরাচারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে: তারেক রহমান
রংপুর শিল্পকলা একাডেমিতে রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়্যালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা স্বৈরাচারের অত্যাচারের প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে। আমার ওপর যে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে আমার মায়ের ওপর নির্যাতন করা হয়েছে, যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।

বুধবার (২৩ এপ্রিল) রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি রংপুর জেলা ও মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়্যালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব পালন করেছেন তখন গুরুত্ব দিয়েছেন কীভাবে মানুষের স্বাস্থ্যের সমস্যা, নিরাপত্তার সমস্যা, যাতায়াতের সমস্যা, খাদ্যের সমস্যা, কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় এসব ব্যাপারে তারা জোর দিয়েছেন। বিএনপির সময় নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন ব্যবস্থাকে স্বাধীন করা হয়েছে। যে ব্যবস্থাগুলো প্রতিদিন মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত সেগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়েও আলোচনা করেছি। নিশ্চয়ই এগুলোই  দেশের মানুষের চাওয়া।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি এখানে অনেক আলোচনা করেছেন গ্রামে ফিরে গেলে সাধারণ মানুষ জিজ্ঞেস করবে কী বাহে কী আলোচনা করলেন। তোমাদেরকে যদি ভোট দিয়ে সরকার গঠন করতে দেই তোমরা আমাদের জন্য কী করবে এমন কথা বলবে। আপনাদের বিএনপির এই মিটিংয়ে কী আলোচনা হল এগুলো জিজ্ঞাসা করবে। তাই যে বিষয়গুলো আলোচনা হয়েছে দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষের দরবারে নিয়ে যাই।

তারেক বলেন, আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে সেই সঙ্গে আরও বিভিন্ন প্রতিপক্ষ তাদের সঙ্গে যোগ দিচ্ছে। কাজেই দেশের স্বার্থে আমরা যত বেশিসংখ্যক এই ৩১ দফা মানুষের কাছে নিয়ে যেতে পারবো এবং আমরা যত বেশি ঐক্যবদ্ধ হবো, যত বেশি বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব আমাদের প্রতিপক্ষকে জোরালোভাবে মোকাবেলা করতে পারব। তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও  বলেন, আপনার এখানে যতজন আছেন প্রতিজনে একটি করে মিথ্যা মামলা ও জুলুমের শিকার হয়েছে। তাই আমরা জুলুম করে টিকে থাকতে চাই না। ফ্যাসিস্ট সরকার যা করেছে আমরা তা করতে চাই না। এই দলকে অর্থাৎ বিএনপিতে মানুষ আস্থা রাখে। তারা মনে করে দেশের জন্য যদি কিছু করা সম্ভব হয় পারলে বিএনপি পারবে। এই জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব একা নিলে হবে না। শহিদ জিয়া, খালেদা জিয়ার আদর্শকে যারা বিশ্বাস করে প্রত্যেকটি নেতাকর্মীকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আপনি ভালো কাজ করতে চাইলে ভালো কাজ করার আগ্রহ থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে। আজকের এই আলোচনা আপনার এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন রাজপথে থেকেছেন, মিছিল মিটিং করেছেন জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য, ৩১ দফার পক্ষে ঐক্যবদ্ধ করি।

এর আগে নেতা কর্মীদের প্রশ্নের উত্তরে তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তারেক রহমান বলেন, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তিস্তা এই এলাকার ৩ কোটি মানুষ জড়িত। তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটি নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু ভাগ্যের পরিবর্তন করেনি। দেশের স্বার্থ চিন্তা করে বিএনপি এগিয়ে এসেছে। যেভাবে করলে মানুষ উপকৃত হবে সেভাবে করবো।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল নাটর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

সেলিম সরকার/এমএ/

বিএনপি নেতা হাজী জহিরের পিতার জানাজা সম্পন্ন, আমিনুল হকের শোক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম
বিএনপি নেতা হাজী জহিরের পিতার জানাজা সম্পন্ন, আমিনুল হকের শোক
জানাজায় আমিনুল হক। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম জহিরের বাবা আক্কাস আলী মেম্বার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
 
বুধবার (২৩ এপ্রিল) বাদ জোহর ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার কামাড়পাড়া স্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাজা শেষে তুরাগ থানার ৫৪নং ওয়ার্ডে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এছাড়াও জানাজায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আফাজ উদ্দিন আফাজ, মাহবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য ইব্রাহিম খলিল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. জামির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. রাশেদ পাঠানসহ প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাহফুজ/

মে দিবস উপলক্ষে গণসমাবেশ করবে জাতীয় মুক্তি কাউন্সিল

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
মে দিবস উপলক্ষে গণসমাবেশ করবে জাতীয় মুক্তি কাউন্সিল
জাতীয় মুক্তি কাউন্সিল

শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংগ্রাম ও ঐক্যের দিন ‘মে দিবস’ উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। ওই দিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় শ্রমিক গণসমাবেশ করবে দলটি।

জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় ওয়ার্কিং টিমের সভায় বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন শফী রহমান, ফয়সাল মাহমুদ, হেমন্ত দাষ, মিতু সরকার, সুমন মল্লিক, মোহাম্মদ বুরহান, মোহাম্মদ টিপু ও অনন্ত সরকার।

সভায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শোষণ, বৈষম্য, লুণ্ঠন, নির্যাতন অবসানের লক্ষ্যে সংগ্রাম জোরদার করতে হবে।