
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ।
শুক্রবার (২১ মার্চ) এ উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি, ফরিদপুর জেলা যুবদল, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ, কেএম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় মরহুম জননেতা কেএম ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়াস্থ বাসভবনসংলগ্ন তার কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কোরআনখানি। বাদ জোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল। বিকাল ৪টায় নগরকান্দা উপজেলার এমএন একাডেমি মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
২০০৭ সালের ২১ মার্চ তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রেখে যান অগণিত রাজনৈতিক অনুসারী এবং সুযোগ্য কন্যা বিএনপির বর্তমানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে।
সঞ্জিব দাস/জোবাইদা/