ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইসরায়েলকে ব্যবহার করছে আমেরিকা, মন্তব্য বাসদ নেতাদের

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৫:২০ পিএম
ইসরায়েলকে ব্যবহার করছে আমেরিকা, মন্তব্য বাসদ নেতাদের
যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। ছবি: খবরের কাগজ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতারা বলেছেন, মধ্যপ্রচ্যের তেল ও খনিজসম্পদের দখল এবং ওই অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে সাম্রাজ্যবাদী আমেরিকা। তাদের ভাষ্যে, এই লক্ষ্যে ফিলিস্তিনে হামলার জন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সরবরাহ করছে আমেরিকা।

যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় শুক্রবার (২১ মার্চ) বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাসদ নেতারা। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জান রতন, সদস্য জুলফিকার আলী ও নগর কমিটি সদস্য খালেকুজ্জামান লিপন।

বাসদ নেতারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা থেকে সেখানকার বাসিন্দাদের সরে গিয়ে খালি করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দিতে বলেছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ট্রাম্প নতুন করে হামলার নীল নকশা করেছে। তারই ধারাবাহিকতায় গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে।

বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরায়েলের নৃশংস হামলায় তীব্র নিন্দা জানিয়ে বাসদ নেতারা বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে মানুষজনকে সরে যেতে বলেছে এবং বলছে ‘গাজায় নৃশংতা কেবল মাত্র শুরু’। হাজার হাজার টন বোমা ফেলে ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। এই হামলার বিরুদ্ধে খোদ ইসরাইয়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে কিন্তু ইসরায়েল তাতে তোয়াক্কা করছে না। কারণ তার প্রতি সমর্থন রয়েছে যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের।

তারা বলেন, যুদ্ধবিরতির সময়েও গাজায় ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় যে হামলা চানানো হচ্ছে তা অতীতের যে কোনো যুদ্ধের ভয়াবহতাকে হার মানিয়েছে। এখন সেখানে কোনো ত্রাণ পৌছাতে পারছে না। এ কারণে সেখানকার মানুষ ক্ষুধা দুর্ভিক্ষ ও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে।

বাসদ নেতারা গাজায় মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে গাজায় ইসরাইলি বোমা হামলা ও গণহত্যা বন্ধের দাবি আন্তর্জাতিক সব ফোরামে তুলে ধরার দাবি জানান। 

জয়ন্ত সাহা/মাহফুজ

ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে: রুমিন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে: রুমিন
রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালায় কথা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: খবরের কাগজ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের লড়াইয়ের মাটি কিন্তু কঠিন এবং আগের চেয়ে অনেক বিপদসংকুল।’

বুধবার (২৩ এপ্রিল) রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় রুমিন বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রত্যেককেই তাদের এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে হবে। আপনারাই তো বিএনপির প্রতিচ্ছবি, তাই আপনারা এমনভাবে চলুন যেন মানুষ বিএনপিকে আরও ভালোবাসে, আপনাদের দেখে তারা উদ্বুদ্ধ হয় এবং বিএনপির হাতকে শক্তিশালী করে।’

নতুন ধারার রাজনীতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘নতুন ধারা রাজনীতি কেমন যে, দল গঠনের আগে কোটি টাকার সরকারি গাড়ি ব্যবহার করা হয়? নতুন দল? নতুন সংস্কার? এমন রাজনীতি কীভাবে চলতে পারে যেখানে একেকজনের গাড়ি বহরে ১৫৫ থেকে ১৬০টি গাড়ি থাকে?’

তিনি প্রশ্ন করেন, ‘এই টাকা আসে কোথা থেকে?’

আওয়ামী লীগকে নিয়ে রুমিন বলেন, ‘আওয়ামী লীগ যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাদের মনে রাখা উচিত, বাংলাদেশের রাজনীতিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতিতে আসতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও কারচুপি নির্বাচন করে না এবং ভবিষ্যতেও বিএনপি কারচুপি নির্বাচন করে ক্ষমতায় আসতে চায় না।’

বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘বিএনপি নিজের ভুল স্বীকার করতে জানে এবং নিজের সমালোচনা নিজেরাই করতে চিন্তা করে। এটাই বিএনপির বাইরের এবং ভেতরের গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটি আমাদের শক্তি।’

তিনি নতুন বাংলাদেশ এবং সংস্কারের প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন দল এসব কথায় কথায় ব্যবহার করলেও, এসবের জনক এবং স্বপ্নদ্রষ্টা বিএনপি ও তারেক রহমান।’

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

সেলিম/তাওফিক/ 

আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে: রিজভী

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম
আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে: রিজভী
ছবি: খবরের কাগজ

আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে গোপনে অবস্থান করছে। তাদের হাতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, যা দিয়ে তারা পেট্রোল বোমা কিনে ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া এবং মানুষ হত্যা করার মতো ভয়ংকর কর্মকাণ্ড চালাতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন।  

তিনি বলেন, এই অস্ত্র ও অর্থ তারা কোথা থেকে পাচ্ছে, কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে- তা সরকার ও প্রশাসনের জানার কথা। তাদের অনেকেই পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে পালিয়ে গেছে। কিন্তু দেশে তারা কোথায় লুকিয়ে আছে, তা খুঁজে বের করে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব।'

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এই সন্ত্রাসীদের দমন করতে আপনাদের নতুন কোনো আইন প্রণয়ন করতে হবে কি না, তা জনগণের কাছে পরিষ্কার করুন। যদি সরকার এ বিষয়ে ব্যর্থ হয়, তাহলে তারা জনগণের চোখে একটি ব্যর্থ সরকারে পরিণত হবে।

রিজভী বলেন, 'ফ্যাসিস্ট শক্তি মানবেন্দ্র ঘোষকে কিনতে পারেনি বলেই তাকে টার্গেট করেছে। মানবেন্দ্র ঘোষ ছিলেন পহেলা বৈশাখ উদ্‌যাপনের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ। তার প্রতিভা ও অটল মনোভাব ফ্যাসিস্টদের আতঙ্কিত করেছিল। তাই তারা তার শিল্পকর্ম পুড়িয়ে ছাই করে দিয়েছে।'

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার যদি এসব দমন করতে ব্যর্থ হয়, তাহলে জনগণ আবারও রুখে দাঁড়াবে। জনগণ প্রস্তুতি নেবে প্রতিরোধ গড়ার। কারণ সরকারের দায়িত্বই হলো দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা।'

তিনি আরও বলেন, আজ আট মাস পেরিয়ে গেছে, তারপরও তারা কীভাবে উঁকি দেয়, কীভাবে গ্রামে ঢুকে এতটা ভয়ংকর আক্রমণ চালিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দিতে পারে? তা আমার মাথায় আসে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বর্বর ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দায় এড়ানোর সুযোগ সরকারের নেই।

রিজভী বলেন, 'আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কোন আইনের বলে? সাংবিধানিকভাবে এর কোনও ভিত্তি নেই। সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন বলেই আজ আপনারা এখানে অবস্থান করছেন।'

রুহুল কবির রিজভী বলেন, আপনারা আওয়ামী লীগকে নিয়ে কী করবেন, তা নিয়ে আপনাদের উপদেষ্টারা নানাভাবে মত প্রকাশ করছেন। কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, সেটা আইন ও আদালতের বিষয় বলছেন। তবে এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, তারা কীভাবে রাজনীতি করবে? সে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন আপনাদের হাতে। কারণ প্রশাসন আজ আপনাদের নিয়ন্ত্রণে। যারা ১৫ বছর যাবত শেখ হাসিনাকে পাহারা দিয়েছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পদ লুট করেছে, টাকা পাচার করেছে তারা আজ এই জনসমুদ্রের ভেতর কোথায় লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকার যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে।'

বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'এই সরকার নির্বাচন নিয়ে কী ধরনের তালবাহানা করছে, তা দেশবাসী স্পষ্টভাবে দেখছে। অথচ এ সরকারই গণতন্ত্র সংগ্রামের ফসল। তাদের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকা উচিত। জনগণের কাছে সরকারকে জবাব দিতে হবে। মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলো কীভাবে? তিনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের চিত্রকর্ম ও শৈল্পিক চেতনার মাধ্যমে প্রতিবাদ করেছেন।'

পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আসাদ/মেহেদী

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ পিএম
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে অসহায় পরিবারের কৃষি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উদ্ভবগঞ্জ এলাকায় একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফায়েজা বেগম ও ওসমানউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ফায়েজা বেগমের ছেলে আবুল কাশেম শিকদার ও নাতি জাহিদ শিকদার।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফায়েজ বেগম দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাজাহান ভূইয়া তাদের সঙ্গে আতাঁত করে ব্যবসা বাণিজ্যসহ এলাকায় ভূমি দস্যুতা করে গেছেন। বর্তমানে শেখ হাসিনা পালানোর পর বিএনপির পদ ব্যবহার করে এলাকার নিরীহ মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রনসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তার ১৮ শতাংশ জমিতে ফসলসহ জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ করে দখলে নিয়ে যায়। দীর্ঘ ৪২ বছর এ জমি ক্রয় করে ভোগ দখলে রয়েছেন তারা। হঠাৰ বিএনপি আসার পর ওই জমি নিজের দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে নেন। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।

আরেক ভুক্তভোগী ওসমানউদ্দীন জানান, তার বাড়িসহ ওই এলাকার আব্দুল করিম মাস্টারের বাড়ি দখল ও ভাঙচুর করে জোরপূর্বক দখল করে বিএনপি নেতা মো. শাহাজাহান ভূঁইয়া। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। তাকে দখলদারিত্বে বাঁধা দিলে দোনলা বন্দুক দিয়ে হত্যার ভয় দেখায়। এ ছাড়াও তার নেতা-কর্মী ও সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভূমিদস্যু বিএনপি নেতা শাহাজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী দুই পরিবার।

মো. শাহজাহান ভূইয়া বলেন, আদালতের রায় পেয়ে আমি জমি দখলে নিয়েছি। আদালত রায়ের মাধ্যমে তাদেরকে জমিতে যাওয়ার জন্য নিষেধ করেছেন। তবে কাউকে হুমকি দেইনি। অন্য অভিযোগকারীদের আমি চিনিনা।

ইমরান/মেহেদী/

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবদল নেতা আটক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবদল নেতা আটক
যুবদল নেতা বাবু মিজি। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরে অটোরিকশা ছিনতাইয়ের সময় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাত ১টার দিকে শহরের মুন্সীরহাটগামী রাস্তার পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। 

আটক বাবু মিজি (৩৬) শহরের টরকি এলাকার মনির মিজির ছেলে ও সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজের ঢালে অভিযুক্ত বাবু মিজিসহ আরও দুজন অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাবু মিজিকে আটক করে। কিন্তু তার সঙ্গে থাকা অপর দুজনকে আটক করা যায়নি। তার শরীরে তল্লাশি চালিয়ে চারটি হাতবোমা ও দুটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে বাবু মিজির বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান বলেন, ‘বাবু মিজি সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক। যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো কাজ করা যাবে না।’

নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক
জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস। ছবি: সংগৃহীত

ফেসবুকে লাইভে এসে নিরাপত্তা চেয়েছেন জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস। গত সোমবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের নিরাপত্তা চান তিনি।

লাইভে তিনি মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিলেও পরে অনশন কর্মসূচি স্থগিত করেন।

ফেসবুক লাইভে মীর ইসহাক হাসান ইখলাস বলেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে আসামিরা গভীর রাতে আমার বাড়িতে হামলা করতে আসছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ৪ নম্বর মেস্টা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করা বদরুল হাসান বিদ্যুৎকে দায়ী করে তিনি আরও বলেন, বিদ্যুতের বাবা, চাচা ও তার চাচাতো ভাই যারা আছেন, তারা সবাই আমার বাড়িতে হামলা করতে আসছেন। সমন্বয়কদের লাশ রাখা হবে না, গুম করা হবে, এই জাতীয় হুমকি দিচ্ছেন। 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার নমনীয়তায় আমাদের জীবন আজ কবরের দিকে ধাবিত হচ্ছে। এ সময় তিনি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, এই আসামিদের আপনি বারবার সুযোগ দিচ্ছেন, আপনি সুযোগ না দিলে, বিচারের আওতায় না নিয়ে আসায়  আমার বাড়িতে হামলা চালানোর সাহস দেখায়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার পুলিশ প্রশাসন কী করে? প্রশাসন আমার ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ।’

এ বিষয়ে বক্তব্য জানতে ইসহাক হাসান ইখলাসের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তার বড় ভাই ইকবাল হোসেন বলেন, ‘আমাদের বাড়ির পাশের একটি জমিতে মাটি ভরাট করার সময় প্রতিবেশী সদর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক বদরুল হাসান বিদ্যুতের বাবা হাতেম আলী ঠিকাদার ও তার চাচা লতিফ ঠিকাদারসহ আরও কয়েকজন আমার বাবা ও ভাইকে মাটি ভরাট করতে বাধা দেন। পরে তারা লোকজন নিয়ে আমার বাবা ও ছোট ভাইকে ধাওয়া করেন। আমার পরিবারের লোকজনকে না পেয়ে বিদ্যুতের লোকজন আমাদের বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করেন। তারা বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন।’

এ ব্যাপারে বক্তব্য জানতে জামালপুর সদর উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক বদরুল হাসান বিদ্যুতের মোবাইলে একাধিকবার ফোন দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।