
ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেন নামে একজনকে হত্যার ঘটনার দীর্ঘ সাত মাস পর মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামিসহ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ ভালুকার সাবেক সংসদ সদস্য এম.এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুসহ ২৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দিকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মো. শরীফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান বলেন, রাতে শরীফ মিয়া মামলাটি করলে আসামিদের গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ। এ সময় আজিলুল নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২২ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে। মামলার অন্য যেসব আসামি দেশে আছে তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।
পেশায় রাজমিস্ত্রি নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ভালুকার জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাসাবাড়িতে থেকে কাজ করতেন। গত ৪ আগস্ট পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিন্টু/মেহেদী/