
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল করে বন্দর সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
তিনি বলেন, 'আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। যে আওয়ামী লীগের হাতে আমার হাজারো ভাইয়ের রক্ত লেগে আছে সে আওয়ামী লীগের নৌকা মার্কা মানুষ দেখতে চায় না।'
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ছাড়াও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক দে, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা আহ্বায়ক আকতার হোসেন, সিলেট মহানগরের স্থগিত কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসাইন, সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট মহানগরের সদস্য সচিব তামিম আহমেদ, বৈছাআ শাবিপ্রবি ও সিলেটের সাবেক সমন্বয়ক আবু ছালেহ মোহাম্মদ নাছিম, বৈছাআ পলিটেকনিকের সদস্য সচিব জুবায়ের আহমেদ, বৈছাআ, শাবিপ্রবি সদস্য সচিব হাফিজুল ইসলাম, বৈছাআ সিলেট জেলার সাবেক সমন্বয়ক আবু সাঈদ প্রমুখ।
মেহেদী/