ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

এনসিপির নেতাদের মধ্যে বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই: নাসীর উদ্দীন পাটোয়ারী

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:০৮ পিএম
এনসিপির নেতাদের মধ্যে বোঝাপড়ায় কোনো ঘাটতি নেই: নাসীর উদ্দীন পাটোয়ারী
এনসিপির বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মুখ্য সংগঠক নাসীর উদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক নাসীর উদ্দীন পাটোয়ারী। 

রবিবার (২৩ মার্চ) রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলটির শ্রমিক শাখা গঠনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দলটির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য পড়ছে। এ সম্পর্কে জানতে চাইলে নাসীর উদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপি নেতাদের মধ্যে কোনো দূরত্ব কিংবা বোঝাপড়ার জায়গায় কোনো ঘাটতি নেই। তবে একটি বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন ও রাজনৈতিক জায়গা- দুটোই আলাদা। সেই জায়গা থেকে এই গণ-অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের রাজনৈতিক জায়গায় রূপান্তর করছেন। সেখান থেকে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমাসুন্দর দেখার অনুরোধ করছি। ফেসবুকে যেসব মন্তব্য পড়েছে, সেগুলো মূল্যায়ন করে আমরা দেখেছি, আমাদের ওপর মানুষের প্রত্যাশা অনেক উঁচু। সে ক্ষেত্র থেকে তারা আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আমরা সেই পরামর্শ নিই।’

ক্যান্টনমেন্টের বৈঠকটি হাসনাত ও সার্জিসের বৈঠক ছিল, নাকি এনসিপির বৈঠক ছিল? যদি ব্যক্তিগত বৈঠক হয়, তাহলে আপনারা কি অবগত ছিলেন? জানতে চাইলে এই ছাত্রনেতা বলেন, ‘তারা বৈঠক সম্পর্কে আমাদের অবগত করেছিলেন। তবে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে, তারপরে সবাইকে বিষয়টি স্পষ্ট করব। তবে দলীয় কিছু মানুষ এই বৈঠক সম্পর্কে জানতেন। কিন্তু ওখানে যে কথা হয়েছিল, সবগুলো সবার কাছে প্রকাশ করা হয়নি। কেন বৈঠক হয়েছিল, সে বিষয়ে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন।’

হাসনাত যে কথাগুলো লিখেছেন, সেগুলো সেনা সদর থেকে ‘অবান্তর’ বলে মন্তব্য করা হয়েছে- এ বিষয়ে মতামত জানতে চাইলে নাসীর উদ্দীন পাটোয়ারী বলেন, ‘যে আলোচনা হয়েছে, সেটার কোনো সমাধান আসেনি। আবার বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন। আবার সেনা সদর থেকে যে বক্তব্য এসেছে, সেটা কোনো মুখপাত্রের মাধ্যমে আসেনি। আইএসপিআর থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আমরা স্পষ্ট করে বলেছি, রিফাইন্ড হোক, কোনো মূল্যেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা ঐক্যবদ্ধ থাকব। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোক বা যেকোনো প্রতিষ্ঠান, কেউ যদি আমাদের সামনে দাঁড়ায়, আমরা যুদ্ধ চালিয়ে যাব। সেই দিক থেকে সেনাবাহিনীকেও বলব, আপনারা দায়িত্বশীল আচরণ করুন। রাজনৈতিক বিষয়াদি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিন। এখন বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের চেষ্টা চালায়, তা মোকাবিলায় এনসিপি ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও থাকবে।’ সূত্র: ইউএনবি

প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পিএম
প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তায় সন্তুষ্ট নয় বিএনপি: মির্জা ফখরুল
ছবি: খবরের কাগজ

প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে সময় দিয়েছে ডিসেম্বর থেকে জুন এ বার্তায় আমরা একেবারে সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছি। ডিসেম্বরে সময় অতিক্রম হয়ে গেলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। তারা বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। 

বুধবার (১৬ এপ্রিল) দুপুর প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের স্পষ্ট বার্তার জন্য সরকারি বাসভবনে পৌনে দু'ঘন্টার বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বেলা ১২ টা ৫ মিনিটের দিকে শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক দুপুর ২টার দিকে শেষ হয়। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে সব বিষয়ে ঐকমত্য হয়েছি, সেগুলো নিয়ে একটা তালিকা হতে পারে।  
বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ। অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান।

দলীয় সূত্রমতে, আজকের বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট করার চেষ্টায় থাকবে প্রতিনিধিরা। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন নেতারা।

শফিকুল/মেহেদী/

দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৬ পিএম
দিনাজপুরে সাবেক সংসদ সদস্যসহ ৭১জন গ্রেপ্তার
খবরের কাগজ গ্রাফিকস

দিনাজপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে এক রাতে একজন সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন মামলার ৭১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফ নিজ কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দিনাজপুর জেলা পুলিশ যে কোন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেইসঙ্গে সব ডেভিল গ্রেপ্তারের জন্য 'অপারেশন ডেভিল হান্ট' চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন এবং ডিবির একটি চৌকস টিম ১৫ এপ্রিল রাত ৯টায় দিনাজপুর শহরের ইদগাহ আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোওয়ার কবিরকে (৫০) গ্রেপ্তার করে। এ ছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৭০জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে

শাহ সারোওয়ার কবির গাইবান্ধা সদর উপজেলার কোম্পানিপাড়া এলাকার শাহ ফিরোজ কবিরের ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় দুটি মামলা চলমান রয়েছে। যার এফআইআর নং-১৫, তারিখ- ২৬ আগস্ট ২০২৪ আর অপরটির এফআইআর নং-১০, তারিখ ১৮ আগস্ট ২০২৪।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


সুলতান/মেহেদী/

নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম
নিকোল চুলিকের সঙ্গে বিএনপির সৌজন্য সাক্ষাৎ বিকেলে
খবরের কাগজ গ্রাফিকস

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ এর ৫৫ নম্বর রোড মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবন এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ বৈঠক অংশ নেবেন।

শফিকুল/মেহেদী/

আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম
আদালতের এজলাসেই পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতা-কর্মী আটক
ছবি: সংগৃহীত

পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপির ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- ঈশ্বরদী উপজেলা সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে আওয়াল কবির (৩৮), হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া গ্রামের মৃত আমজাদ খানের ছেলে কালাম খান (৪০), এম এস কলোনী এলাকার ইউসুফ আলীর ছেলে রুবেল হোসেন (৩৩), লোকসেড গাউছিয়া মসজিদ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (৩৫) এবং ভাঁড়ইমারী বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল গাফফার সরদারের জহুরুল ইসলাম (৩৫)।

আওয়াল কবির ঈশ্বরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সরোয়ার জাহান শিশির পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী, কালাম খান দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, রুবেল হোসেন পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জহুরুল ইসলাম ডালিম সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীতে তৎকালীন আওয়ামী লীগের সময় নাশকতার একটি মামলার শুনানিতে আটকরা হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ওই তাকে মারধর করেন বিএনপির ওই নেতা-কর্মীরা। এ সময় আদালতের আইনজীবী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে আদালতের শুনানি শেষে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) রাশেদুল ইসলাম জানান, সঙ্গে সঙ্গে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী মাসুদ খন্দকার বলেন, আদালতের এজলাসে এ ধরনের ঘটনা মেনে নেওয়ার মত নয়। বিএনপির কেউ যদি সত্যিই এমন ঘটনা ঘটিয়ে থাকে তবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পার্থ/মেহেদী/

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৪ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা
ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের উদ্দেশ্য তারা যমুনায় প্রবেশ করেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য স্পষ্ট নির্বাচনি রোডম্যাপ চাইবে বিএনপি। এ ছাড়া নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট করার চেষ্টায় থাকবে প্রতিনিধিরা। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন নেতারা।

শফিকুল ইসলাম/অমিয়/