ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি মো. আতাউর রহমান সরকার বলেন, আমরা শাসক নয় খাদেম হতে চাই।
তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট পেলে বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি, চিকিৎসাসেবার উন্নয়ন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা, মাদক, দখলবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে এ আসনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আপোষহীন থাকব। দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীনদের মধ্যে চলা রাজা ও প্রজার মতো আচরণ বন্ধ করে জনবান্ধন পরিবেশ তৈরি করা হবে।’
সোমবার (২৩ জুন) রাত ৮টায় কসবা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানীর উপস্থাপনায় স্থানীয় ইসলামী সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, প্রচার সম্পাদক কবির আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা প্রমুখ।
এ সময় মো. আতাউর রহমান সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কসবা-আখাউড়া নিয়ে তার ভাবনা শেয়ার করেন।
একই দিন তিনি কসবা থানার ওসি, কসবা-আখাউড়া উপজেলার আলিয়া মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে এবং মহিলা জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।
তাছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলার সাথী শাখা ও কসবা পশ্চিম থানা শাখার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কসবা উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার।
বক্তব্য রাখেন উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা,আশরাফুল ইসলাম প্রমুখ।
অমিয়/