
ঢাকা বিমানবন্দর থেকে প্রায় আড়াই ঘণ্টার যাত্রা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বাসভবনে পৌঁছান।
এর আগে বেলা ১১টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি বিমানবন্দর ছাড়ে। বিমানবন্দর থেকে গুলশানের পথজুড়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা-কর্মীরা।
এ সময় ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ নানা স্লোগান দেন তারা। তাদের কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার খবরে সকাল থেকেই দলটির শত শত নেতা-কর্মী গুলশানের বাসভবনের সামনে জড়ো হন। সেখানে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসা নেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন।
শফিকুল/পপি/
আরও পড়তে ক্লিক করুন
>খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে: মির্জা ফখরুল
>ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী
>খালেদা জিয়ার বাসভবনের সামনে নেতা-কর্মীদের ঢল
>দেশে ফিরেছেন খালেদা জিয়া
>খালেদা জিয়ার আগমনে বিমানবন্দর এলাকায় উচ্ছ্বাস
>খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে রাস্তায় নেতা-কর্মীদের ঢল
>ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস