ঢাকা ১০ আষাঢ় ১৪৩২, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
English

কমিশনের কিছু মৌলিক প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো দলগুলোর জন্য চ্যালেঞ্জিং: বাসদ

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট: ১৫ মে ২০২৫, ০২:৫৫ পিএম
কমিশনের কিছু মৌলিক প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো দলগুলোর জন্য চ্যালেঞ্জিং: বাসদ
ছবি: খবরের কাগজ

জাতীয় ঐকমত্য কমিশনের কিছু মৌলিক প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো রাজনৈতিক দলগুলোর জন্য বিরোধাত্মক, খুবই চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তারা এসব কথা বলেন।  

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে আলোচনায় দলটির ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বজলুর রশীদ ফিরোজ বলেন, প্রতিবেদনের কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিং। সেগুলোতে ঐকমত্য পৌঁছানো খুব দুরূহ ব্যাপার। সেগুলো বিরোধাত্মক অনেকটা রাজনৈতিক দলগুলোর মধ্যে। মৌলিক বিরোধগুলো বাদ রেখে কাছাকাছি ও আংশিক ঐকমত্য আছে, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছান যাবে, সেগুলো নিয়ে সামনে অগ্রসর হতে হবে।

তিনি বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো ও দেশের শাসনকাঠামোর মধ্যে যেমন পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং কর্মকাণ্ডের মধ্যে পরিবর্তন আনতে হবে, মানসিকতার ক্ষেত্রেও পরিবর্তন করতে হবে। তা না হলে সামাজ, জনগোষ্ঠী গ্রহণ করবে না।

সংস্কার কমিশনগুলো মৌলিক কিছু বিষয় সামনে এনেছে উল্লেখ করে বজলুর রশীদ ফিরোজ বলেন, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের পরিবেশ তৈরি হয়েছে। যেটা বিগত ৫৪ বছরে বাংলাদেশের বিগত দিনে লক্ষ্য করিনি। সব রাজনৈতিক দলের মতামত জানার চেষ্টা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের এটিই হলো অগ্রগতি। 

মত, দ্বিমত, ভিন্নমত থাকাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য। সেটাই গণতন্ত্রের নীতি। আবার মৌলিক কিছু বিষয়ে আমাদের ঐকমত্য লাগবে।

এলিস/মেহেদী/

বাউফলে গভীর রাতে কেক কেটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:২৮ পিএম
বাউফলে গভীর রাতে কেক কেটে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে কেক কেটে দলীয়  কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

সোমবার (২৩ জুন) রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বগা  ইউনিয়নের রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগা হয়ে গভীর রাতে গোপনে এ কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের  সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠান স্থলের মাঠে শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি রাখা হয়। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।

বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক প্রোফাইলে ৪মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে। পরে যা আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে পোস্ট করা হয়।

এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।'

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মোহাম্মাদ শাকুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি অভিযান চলছে।


মশিউর/মেহেদী/

চাটখিলে অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:০৯ পিএম
চাটখিলে অস্ত্রসহ যুবদল নেতা আটক
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর চাটখিলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম রুবেল (৩৮) নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করেছে।

সোমবার (২৩ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩০৩ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ ও একটি লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়।

রুবেল রামনারায়নপুর ইউনিয়ন ধর্মপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়ন যুবদল সভাপতি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, থানায় অস্ত্র মামলা হয়েছে। রুবেলকে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

ওমর/মেহেদী/

আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: জামায়াত আমির

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল: জামায়াত আমির
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শহিদ আবু সাঈদের আত্মত্যাগই ফ্যাসিবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ সংসদীয় আসনের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদী আমলে পুরো দেশকে একটি জলন্ত অগ্নিগিরিতে পরিণত করা হয়েছিল। আমি এ আসনে নিজে প্রার্থী হলেও এখানে আমার আসার সুযোগ ছিল না। এমনকি এ আসনে আমাদের দায়িত্বশীলকে নির্বাচনের মাত্র তিন আগে উঠিয়ে নিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। নির্বাচনের এজেন্ট ও সহকর্মীদের রাস্তায় হাঁটতে পর্যন্ত দেওয়া হয়নি বরং তাদের উঠিয়ে নিয়ে কনসালটেশন সেন্টারে আটক করে শারীরিকভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল। দিনশেষে কাউকে কাউকে ছেড়ে দিলেও অন্যদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। মূলত, আগুনকে বেশিদিন ছাই চাপা দিয়ে রাখা যায় না। তাই সে আগুনের লেলিহান শিখায় স্বৈরাচারের তখতে তাউস খান খান হয়ে গেছে। তাদের পতন ঘটেছে লজ্জাজনকভাবে।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এক্ষেত্রে তারা দেশের বরেণ্য আলেম-ওলামাদের বিশেষভাবে টার্গেট করেছিল। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে কথিত রিমান্ডের নামে চালানো হয়েছিল অবর্ণনীয় নির্যাতন। হাতে হ্যান্ডকাফ ও পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে জেল থেকে জেলে স্থানান্তর করে তাদের বেইজ্জতি ও নাজেহাল করা হয়েছিল। বিচারের নামে প্রহসনসহ নানাভাবে তাদেরকে শহিদও করা হয়েছে।’

আল্লামা সাঈদীর কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘একজন হাসিখুশি ও প্রাণবন্ত মানুষকে হাসপাতালে নেওয়ার পর তাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি চিকিৎসকরাও তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। এর মধ্যেই তার মৃত্যু হয়েছে। বাস্তবে কী হয়েছে আল্লাহ ভালো জানেন।’

জামায়াত আমির বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের মাফিয়াতন্ত্রীদের অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি দিয়েছেন। এক্ষেত্রে আমাদের যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। শহিদ আবু সাঈদ ‘বুকের ভেতর তুমুল ঝড়/বুক পেতেছি গুলি কর’ বলে বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়ে আমাদের এ ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিলেন। তার এ আত্মত্যাগই মূলত স্বৈরাচারের ভিত নাড়িয়ে দিয়েছে।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘ অপশাসন-দুঃশাসনে দেশ অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুপ্তহত্যা, গুম ও অপহরণ আমাদের দেশকে প্রায় অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। দেশে আইন বা সুশাসন বলে কিছুই ছিল না। জনগণের অধিকারের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব হলেও রাষ্ট্রই জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে একটি মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে সে অবস্থার পরিবর্তন হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা দেশকে দীর্ঘ অপশাসন-দুঃশাসনের দুষ্ট ক্ষত থেকে মুক্ত করে ন্যায়-ইনসাফের ভিত্তিতে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করব, ইনশাআল্লাহ।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

সালমান/

 

শাহরাস্তিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
শাহরাস্তিতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪
ছবি: খবরের কাগজ

দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্তাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। 

পর রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির মো. ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির সেলিম মুন্সি (৬৫),মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মো. দুলাল তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।  

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী/ 

মব জাস্টিসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
মব জাস্টিসে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী
ছবি: খবরের কাগজ

মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মব জাস্টিসের নামে কোনো ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না। মব জাস্টিসে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ জুন) শহিদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

রিজভী নেতৃত্বে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটির নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন।

রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি।
 
আদালতে পুলিশের উপস্থিতিতে কীভাবে আসামিরা হেনস্তা হন? এমন প্রশ্নও রাখেন তিনি।

রিজভী বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।

অভিযোগ করে রিজভী বলেন, দেশে আবারও করোনার ভয়াবহতা বাড়ছে, কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে। তিনি দ্রুত স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উপদেষ্টা সায়েদুল হক সাঈদসহ সহস্রাধিক নেতা-কর্মী।

শফিকুল ইসলাম/অমিয়/