
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সুগভীর চক্রান্তের ফল বলে মনে করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সিপিবির বিবৃতি আসে গণমাধ্যমে।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যৌথ বিবৃতিতে বলেন, ‘দেশের অর্থে নির্মিত এই টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত রহস্যজনক এবং একটি সুগভীর চক্রান্তের ফল। এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেশের স্বার্থবিরোধী।’
সিপিবি নেতারা সতর্ক করে দিয়ে বলেন, ‘এই টার্মিনালটি দেশের অর্থে নির্মিত, যেখানে দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বন্দরের শ্রমিক-কর্মচারীদের প্রতিবাদ এবং দেশের মানুষের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে, মতামত না গ্রহণ করে স্বেচ্ছাচারী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলবে।’
নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।
অন্য একটি বিবৃতিতে সিপিবি নেতারা বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলা ও উদীচী কার্যালয়ে ভাংচুরের ঘটনায় নিন্দা জানান।
তারা বলেন, ‘ইদানীং জাতীয় পতাকা, জাতীয় সংগীতের ওপর বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে। ক্রমেই স্বাধীনতাবিরোধীদের আস্ফালন বাড়ছে। এ ধরনের তৎপরতা সরকারের চোখের সামনে ঘটছে। অথচ সরকার এবং পুলিশ নির্বিকার ভূমিকায় আছে।’
বগুড়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
জয়ন্ত/পপি/