ঢাকা ১১ আষাঢ় ১৪৩২, বুধবার, ২৫ জুন ২০২৫
English

চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া হবে আত্মঘাতী: ন্যাপ

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৫:১৭ পিএম
চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া হবে আত্মঘাতী: ন্যাপ
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)

চট্টগ্রাম বন্দর বিদেশিদের লিজ দেওয়া আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। 

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া হুশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর যেকোনো মূল্যে দেশীয় প্রতিষ্ঠানের পরিচালিত হতে হবে। অভিজ্ঞতার দোহাই দিয়ে জাতীয় অর্থনীতির প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বিদেশি বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত দেশের জনগণ মানতে পারে না।

তারা বলেন, নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রধান সমুদ্রবন্দর বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে পরিচালনা করার তৎপরতা জাতীয় স্বার্থের পরিপন্থি। এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। জনগনের নির্বাচিত সরকার ছাড়া এই ধরণের জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য বুমেরাং হতে পারে। 

নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোনো কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও দেশের জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্রবন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এতবড় জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

জেবেল-মোস্তফা আরও বলেন, নিজস্ব অর্থায়নে চালু হওয়া দেশের বৃহত্তর এই কন্টেইনার পোর্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্বাবধানে গত ১৭ বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারের ঘোষণার ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে - জুলাই-আগস্ট অভ্যুত্থানের সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে? এই টার্মিনালে বিশ্বের সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। প্রয়োজনে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি আমদানি করারও সুযোগ রয়েছে। জাতীয় সক্ষমতা অর্জনের এই পথে না হেঁটে সরকার বন্দরে বিদেশ নির্ভরতার যে পথে হাঁটছে কোনভাবেই তা দেশবাসী মেনে নিতে পারে না। 

ন্যাপ নেতৃদ্বয় বলেন, জাতির এই কঠিন সময়ে এই সিদ্ধান্ত দেশের জন্য কোনো অবস্থায় কল্যাণ বয়ে আনবে না। তাই সরকারকে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী এই ধরনের সব তৎপরতা থেকে সরে আসতে হবে।

অমিয়/

হিজলায় কৃষি কর্মকর্তার ওপর হামলা, বিএনপির ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
হিজলায় কৃষি কর্মকর্তার ওপর হামলা, বিএনপির ৭ জনের বিরুদ্ধে মামলা
ভুক্তভোগী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ ফখরুল ইসলাম

বরিশালের হিজলা উপজেলার কৃষি দপ্তরের কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনায় উপজেলা বিএনপি, ছাত্রদল নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৩ জুন) ভুক্তভোগী উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ ফখরুল ইসলাম সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করেন।

এর আগে রবিবার (২২ জুন) সন্ধ্যায় হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুরের টেকের বাজারে বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ানের নেতৃত্বে ওই কর্মকর্তাকে পিটিয়ে আহত করা হয়। 

অভিযুক্তরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন দেওয়ান, তার ছেলে হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিসান দেওয়ান, তাদের সহযোগী আজমাইন হোসেন চৌধুরী। এ ছাড়া বাকি চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।

আহত ফকরুল ইসলাম জানান, সম্প্রতি সরকারিভাবে উপজেলা কৃষি অফিস থেকে সুবিধাভোগীদের মধ্যে কৃষি প্রণোদনার নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা গিয়াস উদ্দিন দেওয়ানের কয়েকজন অনুসারী সেই চারা পাননি। এতে তিনি ক্ষুব্ধ হন। এর জেরে রবিবার রাতে তিনি টেকের বাজারে গেলে গিয়াস উদ্দিন দেওয়ানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময়ে গিয়াস উদ্দিন নেতৃত্বে তার ছেলে জিসান ও সহযোগী আজমাইন চৌধুরীসহ অন্য সহযোগীরা ফকরুল ইসলামের ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে গিয়াস উদ্দিন দেওয়ান বলেন, ‘কৃষি কর্মকর্তা ফকরুল ইসলামের ওপর কে বা কারা হামলা করেছে, তা আমার জানা নেই। ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

ওসি শেখ আমিনুল ইসলাম জানান, আহত কর্মকর্তা ফকরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি এজাহার হিসেবে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেহেদী/

৪৫ সদস্যের নোমান জাতীয় স্মরণসভা কমিটি গঠন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
৪৫ সদস্যের নোমান জাতীয় স্মরণসভা কমিটি গঠন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মৎস্য, প্রাণীসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের প্রতি শ্রদ্ধা জানাতে ৪৫ সদস্য বিশিষ্ট ‘আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী।
 
আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আগামী শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিকাল ৩টা একটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আয়োজন করছে আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণ সভা কমিটি। 

কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, ডেইলি নিউ এইজ এর এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শহীদুল্লাহ খান বাদল, এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, এমএম ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতিশ সি দেবনাথ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী আজাদী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল ওয়াহাব, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর হাসিনা জাকারিয়া, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ড. মাহমুদুল করিম, বাংলাদেশ আকুয়াকালচার অ্যালায়েন্সের সাবেক সভাপতি মো. মাকসুদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ঢাকা বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এম এ তাসলিম, দি ডেইলী পিপলস ভিউ এর সম্পাদক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, যমুনা টিভির বিজনেজ এডিটর সাজ্জাদ খান, দি বিজনেস স্ট্যান্ডার্ড এর ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব খ ম হারুন, ইউনিট্রেন্ড লি. এর ম্যানেজিং ডিরেক্টর মুনির আহমেদ খান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সাবেক মূখ্য সচিব ড. মোহাম্মদ আবদুল করিম, সাবেক সচিব এএসএম রশিদুল হাই, সাবেক সচিব এ কে এম জাফরুল্লাহ, সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, বেঙ্গল রেমিডিস লি. এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিদ্দিক আহম্মেদ চৌধুরী, পিআরআই এর সিইও ড. জি এম খুরশীদ আলম, কৃষি, পল্লী উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা-এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাবেক উপদেষ্টা ড. মাহফুজ আহমেদ, এসোসিয়েশন অব ব্যাংকার্স এর সাবেক প্রেসিডেন্ট মো. নুরুল আমিন এবং খবরের কাগজ এর নির্বাহী সম্পাদক এনাম আবেদীন ।

শফিকুল ইসলাম/

সেবা ব্যাহত করে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে পরিকল্পিত হামলা: ইশরাক হোসেন

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:১৮ পিএম
সেবা ব্যাহত করে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে পরিকল্পিত হামলা: ইশরাক হোসেন
ছবি: খবরের কাগজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (নগর ভবন) নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, 'ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।'

ফ্যাসিস্টদের দোসররা হামলা চালিয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, 'আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই আমার প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সব বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়।  এর পর গত দুদিন যাবৎ সুন্দরভাবে সেবা কার্যক্রম অব্যাহত থাকার কারণে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এটি আমাদের প্রতিপক্ষ সহ্য করতে না পেরে নতুন কায়দায় নিজেদের চক্রান্ত বাস্তবায়ন করে।' 

তিনি বলেন, 'আজকে আমার নামে স্লোগান দিয়ে ফাসিস্টের উচ্ছিষ্ট সহযোগীরা নগর ভবনে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং যারা এতদিন আন্দোলনে অংশ নিয়েছেন, সামনের সারিতে ছিলেন, তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।' 

এটা করে তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করে উল্লেখ করে তিনি বলেন, 'একদিকে আমার নাম ব্যবহার করে একটি সুষ্ঠু সেবার পরিবেশ বিনষ্ট করে জনমনে আতঙ্ক তৈরি করা, অন্যদিকে আন্দোলনকারীদের এ ন্যাক্কারজনক হামলার মাধ্যমে একটি বার্তা দেওয়া, যাতে তারা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না আসে।' 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গোলাম কিবরিয়া রুবেল ও আরিফুজ্জামান প্রিন্সের নেতৃত্বে হামলা চালানো হয়। এরা ফ্যাসিবাদের দোসর। আওয়ামী আমলের সুবিধাভোগী। বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে এরা স্থানীয় সরকার উপদেষ্টার গাড়িতেও চলাফেরা করতেন। তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে।' 

হামলায় তিনজনের অবস্থা গুরুত্ব জানিয়ে তিনি বলেন, 'একজনের বুকে ছুরি দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে, তার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে। অন্য দুজনের অবস্থাও গুরুতর। তাদের পায়ে বুকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া আরও ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  তাদের মাথায় ও হাঁটুতে হাতুড়ি পেটা করা হয়েছে। 

কয়েকটি সংবাদ মাধ্যমের সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, হাতে গোনা দুই একটি সংবাদ মাধ্যমে আজকের বিষয়টি ভিন্ন ভাবে প্রকাশ করা হয়েছে। এসব মিডিয়া হাউসে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তারাই এভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

আরিফ/মেহেদী/

জামায়াতকে ভোট দিলে অপশাসন-দুঃশাসন মুক্ত দেশ গড়ব: ডা. শফিকুর রহমান

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
জামায়াতকে ভোট দিলে অপশাসন-দুঃশাসন মুক্ত দেশ গড়ব: ডা. শফিকুর রহমান
ছবি: খবরের কাগজ

আগামী নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করলে অপশাসন-দুঃশাসন মুক্ত দেশ গড়ব বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সুখী, সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা দেশকে দীর্ঘ অপশাসন-দুঃশাসনের দুষ্ট ক্ষত থেকে মুক্ত করে ন্যায়-ইনসাফের ভিত্তিতে আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করব-ইনশাআল্লাহ।'

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ সংসদীয় আসনের সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদী আমলে পুরোদেশকে একটি জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত  করা হয়েছিল। আমি এ আসনে নিজে প্রার্থী হলেও এখানে আসতে পারিনি। নির্বাচনের মাত্র তিন আগে আমাদের উঠিয়ে নিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। নির্বাচনের অ্যাজেন্ট ও সহকর্মীদের উঠিয়ে নিয়ে কনসালট্রেশন সেন্টারে আটক করে শারীরিকভাবে নির্মম নির্যাতন করা হয়েছিল। এভাবে কোন সভ্য সমাজ চলতে পারে না। মূলত, আগুনকে বেশিদিন ছাই চাপা দিয়ে রাখা যায় না। তাই সে আগুনের লেলিহান শিখায় স্বৈরাচারের তখতে তাউস খান খান হয়ে গেছে। তাদের পতন ঘটেছে লজ্জাজনকভাবে।' 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। বিশেষভাবে টার্গেট করা হলেছিল আলেম-ওলামাদের। মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করে কথিত রিমান্ডের নামে চালানো হয়েছিল অবর্ণনীয় নির্যাতন। বিচারের নামে প্রহসন সহ নানাভাবে তাদেরকে শহিদও করা হয়েছে।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মাফিয়াতন্ত্রদের অপশাসন-দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির বলেন, 'এক্ষেত্রে আমাদের যুব সমাজ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। শহিদ আবু সাঈদ ‘বুকের ভেতর তুমুল ঝড়/বুক পেতেছি গুলি কর’ বলে বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়ে আমাদের এ ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিলেন। তার এ আত্মত্যাগই মূলত স্বৈরাচারের ভিত নড়িয়ে দিয়েছে।'

এ সময় অর্জিত বিজয়কে অর্থবহ ও ফলপ্রসূ করতে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। 

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

শফিকুল/মেহেদী/

মাগুরায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম
মাগুরায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
ছবি: খবরের কাগজ

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।

মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়না এলাকায় একটি মিছিলের প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শহরতলির ভিটাশাইর এলাকায় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি গুলি, ১৫ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পের কমান্ডার বলেন, সবুজের বিরুদ্ধে আগে থেকেই অন্তত ১৩ থেকে ১৪টি লিখিত অভিযোগ ছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নাশকতা, জমি দখল ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। এসব অভিযোগের প্রেক্ষিতে এর আগেও তার শহরের ভাড়া বাসায় অভিযান চালানো হয়েছিল। তখন কিছু হালকা মাদকদ্রব্য ছাড়া উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।

তিনি আরও বলেন আজকের অভিযানের পেছনে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছিল। গ্রেপ্তারের সময় সবুজ শহরের ভায়না এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, মিছিলটি সেনাক্যাম্পের সামনে নেওয়ার পরিকল্পনা ছিল তার। তিনি বিএনপির ব্যানার ব্যবহার করলেও, যৌথ বাহিনীর দাবি, বিএনপির কোনো কেন্দ্রীয় বা স্থানীয় নেতা-কর্মী এতে অংশ নেননি। উপস্থিতদের অনেকেই আর্থিক প্রলোভন বা মোটরসাইকেলের জ্বালানি খরচ দেওয়ার প্রতিশ্রুতিতে সেখানে এসেছিলেন। এ বিষয়ে কয়েকজন অংশগ্রহণকারী ভিডিও সাক্ষাৎকারে যৌথ বাহিনীকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে যৌথ বাহিনী সবুজের গ্রামের বাড়ি তল্লাশি চালিয়ে টয়লেটের ছাঁদ থেকে ওয়ান শুটার গান, একটি গুলি, অন্য জায়গা থেকে একটি রামদা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসব আলামতসহ তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হবে।

রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। 

শ্রাবণ/মেহেদী/