
‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে ধানমন্ডি থানায় আটক থাকা তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় নিজের ‘ভুল’ স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এ ঘটনায় তার দল এনসিপি গত ২১ মে মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। নোটিশের জবাবে তিনি নিজের দোষ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না বলে দৃঢ় অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। তিন কার্যদিবসের মধ্যে তিনি কারণ দর্শানো নোটিশের লিখিত ও মৌখিক জবাব দিয়েছেন ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে।
বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি থানায় আটক ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না বলে প্রমাণ সাপেক্ষে প্রতীয়মান হওয়ায় রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হলো।
প্রসঙ্গত, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গত ১৯ মে রাতে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারে চাপ ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনজন। এর পরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তিনজনকে আটক করে ধানমন্ডি থানার পুলিশ। ওই রাতে থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন হান্নান মাসউদ। এ ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।