
নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে ন্যায় ও ইনসাফের বিজয়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ‘দেশের সর্বোচ্চ আলাদত কর্তৃক দলীয় নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে ন্যায়-ইনসাফের বিজয়ের শুভসূচনা হয়েছে। অবিলম্বেই চূড়ান্তভাবে সত্যের বিজয় নিশ্চিত হবে- ইনশাআল্লাহ।’
সোমবার (২ মে) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসন জামায়াতের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলিম উদ্দিন এসব কথা বলেন।
গুলশান পশ্চিম থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্যাহ, বনানী থানা আমীর মিজানুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুলশান জোন পরিচালক সাইফুল ইসলাম, গুলশান পশ্চিম থানা সেক্রেটারি ইসমাইল হোসেন ও বনানী থানা সেক্রেটারি আব্দুর রাফি প্রমুখ।
সেলিম উদ্দিন বলেন, ‘আপনারা আমাদের কাজে মূল্যায়ন করুন। অবশ্য আমরা মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। আমরা নিজেদেরকে কখনোই ফেরেশতা বলে মনে করি না। আর আমাদের ভুল ইচ্ছাকৃত নয় বরং মানবীয়। তাই আপনাদের উচিত অন্য দলের কার্যক্রমের সঙ্গে আমাদের কার্যক্রম মিলিয়ে দেখা।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা-১৭ সংসদীয় আসনের জন্য এমন একজন ব্যক্তিকে মনোনীত করেছি যিনি একজন ব্যতিক্রমী মানুষ এবং সুচিকিৎসক। প্রত্যেক মানুষের ঘরে ঘরে সুচিকিৎসা পৌঁছে দিতে সক্ষম তিনি। সব সময় আপনাদের পাশে থাকবেন। যেকোনো সুখ-দুঃখের কথা তার সঙ্গে শেয়ার করবেন। তিনি সাধ্যমতো সব সমস্যার সমাধান দেবেন ইনশাআল্লাহ’।
সেলিম উদ্দিন বলেন, ‘জামায়াত একটি কল্যাণকামী, গণমুখী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদেরকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। কিন্তু আমরা সব বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ময়দানে আপোষহীন ভূমিকা পালন করেছি। আমরা এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে ক্ষুধা, দারিদ্র ও বৈষম্য থাকবে না; যে সমাজ হবে দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষ, মদ, জুয়াসহ সব ধরনের অপরাধমুক্ত।’
স্বপ্নের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হাতিরঝিলে দোয়া মাহফিল ও অফিস উদ্বোধন
জামায়াতে ইসলামী হাতিরঝিল পূর্ব থানার উদ্যোগে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি, দলের নিবন্ধন ফিরে পাওয়া এবং থানা অফিস উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল করা হয়েছে।
রবিবার (১ জুন) রাত ৯টায় থানা আমীর জিল্লুর রহমান আজমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবুল হাসেম মুন্সী, মনিরুল ইসলাম, আসগর হোসেন, ড. আনোয়ারুল হক, হাবিবুর রহমান জিয়াদ ও আনোয়ার হোসেন প্রমুখ।
শফিকুল/পপি/