
বরিশাল ও লালমনিরহাটে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বরিশালে গত শনিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ফকির বাড়ি রোডে জাপার জেলা ও মহানগর কার্যালয় ভাঙচুর করা হয়।
অন্যদিকে শনিবার রাতে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জাপার জেলা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
বরিশালে হামলার ঘটনার সঙ্গে গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
রবিবার বেলা ৩টার দিকে তিনি বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে তারা বিক্ষোভ সমাবেশ করেন। মিছিল শেষে দলটির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে যাওয়ার পথে একদল যুবক তাদের ওপর হামলা চালায়। প্রতিরোধে জাপার নেতা-কর্মীরা পাল্টা হামলা করেন। এ সময় একজনকে মেরে পুলিশে দিয়েছেন জাপা নেতারা।
ওই ঘটনার জের ধরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরীর ফকির বাড়ি রোডে জাপার কার্যালয়ে ভাঙচুর চালান। হামলায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জেলা সদস্যসচিব অ্যাডভোকেট এম এ জলিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, আক্তার রহসান সফরু, তরুণ পার্টির আহ্বায়ক জুম্মান হায়দার আহত হন। এর মধ্যে জুম্মান হায়দারকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর জানান, বিকেলে জাতীয় পার্টি নগরীতে মিছিল বের করে। এ সময় তারা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের নিয়ে কটূক্তি ও সরকারের সমালোচনা করে স্লোগান দিতে থাকে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সরকারবিরোধী স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু জাতীয় পার্টির নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলায় আমাদের ১৫ জন নেতা-কর্মী আহত হন। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশে দিয়েছে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালমনিরহাটে জাপা অফিসে লুটপাট ও অগ্নিসংযোগ
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলে ১৪-১৫ জন লোক এসে জাপার কার্যালয় লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়ে গেছে।’ কারা এ ঘটনা ঘটাতে পারে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে জানানো হয়েছে বলে জানান।