
বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিন রাখার পক্ষে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একইসঙ্গে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচন চায় বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের সংলাপের বিরতিতে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘তার দল চায় না তত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হোক। এ ছাড়াও তার দল মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়। যদিও কমিশন প্রস্তব করেছে যে তত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস হওয়া উচিত।’
তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে তার দল আস্থাভোট, অর্থবিল, সংবিধান সংশোধনসহ তাতে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর বাইরে সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিতে পারবে। যদি কোনো সময় যুদ্ধাবস্থা তৈরি হয়, তাহলে যাতে পার্লামেন্ট মেম্বাররা তার জন্য ভোট দিতে পারেন, সেটা ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা নোট অব ডিসেন্ট দেব।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি মনে করে, সংসদের সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়ার ব্যাপারে তারা একমত নন। কয়েকটি কমিটিতে প্রধান বিরোধী দল থেকে করা যেতে পারে, তবে সব স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে দেওয়াকে তারা বাস্তবসম্মত প্রস্তাব মনে করে না।’ তবে তারা এখনও নারী আসন নিয়ে আলোচনা করেনি।
শফিকুল ইসলাম/