
প্রস্তাবিত বাজেটে সরকারের চেষ্টা থাকলেও অর্থনৈতিক রূপান্তরের ভিশন নেই বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বাংলামোটরে জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ অভিমত ব্যক্ত করেন।
বাজেট বিষয়ে তিনি বলেন, সরকারের চেষ্টা ছিল। কিন্তু অর্থনৈতিক রূপান্তরের সেই ভিশন এই বাজেটে আসেনি বলে আমরা মনে করি। সরকার সমস্যাগুলো শনাক্ত করতে পারলেও সমাধানগুলো বাস্তবমুখী করতে পারেনি।
নাহিদ ইসলাম বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দকে আমরা সাধুবাদ জানাই। এই টাকাটা যেন যথাযথভাবে খরচ করা হয়। তাদের যেন যথাযথ পুনর্বাসন করা হয়। পরিকল্পনা মাফিক যেন এই টাকা খরচ করা হয়। তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা যেন দ্রুত সময়ে পালন করা হয়।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত নয় জানিয়ে তিনি বলেন, করদাতাদের বিষয়ে বাজেটে আগের মতোই পদক্ষেপ লক্ষ করা গেছে। যারা কর ফাঁকি দেয়, তাদের করের আওতায় আনার প্রচেষ্টা দেখা যায়নি। উল্টো মধ্যবিত্তের ওপর চাপ বেড়েছে। বাজেটে দেশীয় শিল্পের বিকাশ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর নেই। এ ছাড়া ই-কমার্সে কর বৃদ্ধি উদ্যোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, বড়ো বড়ো রাঘব-বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহি নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি এবারের বাজেটে।