
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে যত দেরি হবে, তত বেশি সরকারের উদ্দেশ্য নিয়ে জাতির মনে প্রশ্ন উঠতে শুরু করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি আশা করি, অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে প্রাজ্ঞ ও সামর্থ্যের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, যার শুরু হওয়া উচিত দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার মাধ্যমে।’
মঙ্গলবার (৩ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। বর্তমানে বিএনপি মহাসচিব থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘চোখের একটি গুরুত্বপূর্ণ অপারেশনের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিমান ভ্রমণ থেকে বিরত থাকতে হচ্ছে। তবু আমি বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং চেষ্টা করছি একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসতে।’
তিনি বলেন, ‘গতকালের (সোমবার) বৈঠক অনুষ্ঠিত হওয়ায় আমি আশা বোধ করেছি। আমি অপেক্ষা করছি, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে স্পষ্ট অগ্রগতি, গত ১৫ বছরে (বিশেষত জুলাই ২০২৪-এ) ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অপেক্ষায় আছি।’
তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক পথে উত্তরণ, বিচার ও সংস্কার—এই তিনটি বিষয় একে অপরের পরিপন্থি নয়। এগুলো এক সঙ্গেই হতে পারে। এটাই আমাদের জাতির জন্য সামনে এগিয়ে যাওয়ার উত্তম পথ। আসুন, বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে রূপান্তরের পথে এগিয়ে নেওয়ার এই সুযোগ যেন হাতছাড়া না করে ফেলি।’