
নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল ডিসেম্বরের মধ্য নির্বাচন চেয়েছিল।’
এ ছাড়া মানবিক করিডর ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করায় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান তিনি।
এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা এমন সময়ে নির্বাচনের আয়োজনের কথা বলেছেন ওই সময়ে অনেকগুলো পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া সঠিক থাকে না। আমাদের জানামতে ফেব্রুয়ারির ১৬ অথবা ১৮ তারিখের দিকে পবিত্র রমজান শুরু হবে। তাহলে ঈদ হবে মার্চ মাসের শেষআর্ধে। নির্বাচন তফশিল ঘোষণা ক্যাম্পেইনের জন্য যে ৪৫ দিন সময় প্রয়োজন, সেটা তাহলে রমজানের মধ্য পড়ে যাবে। এটা একটা অযোক্তিক সময়। দ্বিতীয়ত, ওই সময় এইচএসসি ও এসএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন না হলে খুব বেশি হলে জানুয়ারি মাসে নির্বাচন হতে পারত। হয়তো এটা সবার কাছে গ্রহণযোগ্য মনে হতো। কিন্তু তিনি (প্রধান উপদেষ্টা) সেটা আমলে নেননি। এ ছাড়া এপ্রিলে নির্বাচন হলে একমাসের মধ্য পরবর্তী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যা অনেক কঠিন। কারণ আমাদের অনেক বেশি পরিকল্পনা রয়েছে।’
শফিকুল/পপি/