
পটুয়াখালীর দুমকিতে বহুল আলোচিত ও সমালোচিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নাঈম ওরফে ‘টয়লেট নাঈম’কে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতারা।
নাঈম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদের পিএ।
শুক্রবার (৬ জুন) বিকেলে লেবুখালি পায়রা সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা নাঈমকে হঠাৎ সেতু এলাকায় দেখে ধাওয়া করে আটক করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় দুমকি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফ উপস্থিত ছিলেন।
ছাত্রদলের অভিযোগ, টয়লেট নির্মাণসহ নানা সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানে জাল কাগজ তৈরি করে অর্থ আদায়, চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নেওয়া, এমনকি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়মের কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমে ছিল।
ছাত্রদল নেতারা বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে আওয়ামী দোসররা দুমকিকে লুটপাটের জোনে পরিণত করেছে। টয়লেট নাঈম ছিল তার বড় উদাহরণ। আমরা তাকে আইনের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছি- অপরাধী যেই হোক, ছাড় নয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসিবুর রহমান/অমিয়/