ঢাকা ১ শ্রাবণ ১৪৩২, বুধবার, ১৬ জুলাই ২০২৫
English

জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা: রিজভী

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৭:২২ পিএম
জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা: রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

গণতন্ত্রকে অবমুক্ত করা জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জুলাইয়ের আত্মত্যাগের লক্ষ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়।’

রবিবার (৮ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তী সরকারও এ ধারায় পড়েছে কি না তাই প্রশ্ন। সবার সমর্থন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র।’

তিনি বলেন, ‘আগামী বছরের এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে রমজান মাসের সঙ্গে প্রচার কার্যক্রমের সময় মিলে যাবে, যা জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হবে। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।’

পপি/

নির্বাচনি প্রক্রিয়ার বাইরে কোনো পন্থা গ্রহণযোগ্য নয়: মঈন খান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৪ পিএম
নির্বাচনি প্রক্রিয়ার বাইরে কোনো পন্থা গ্রহণযোগ্য নয়: মঈন খান
ছবি: খবরের কাগজ

নির্বাচনি প্রক্রিয়ার বাইরে অন্য কোনো পন্থা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বুধবার (জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে উত্তরণ সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া হচ্ছে, একটি সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেনো, সারা বিশ্ব বা অন্য কোথাও জানা নেই। আর যদি কেউ বলে, তারা গণতন্ত্র বিশ্বাস করে না, অন্য কোনো পন্থায় তারা এদেশকে পরিচালনা করতে চায়, তাহলে আমাদের পথ আলাদা, তাদের পথ আলাদা। এটা স্পষ্ট করতে হবে, গণতন্ত্রের মুখোস পড়ে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায়, সেটা বিএনপি হতে দেবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কয়েকটি দলের কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে মঈন খান বলেন, ‘এদেশে গত কয়েকদিনের যে বিভিন্ন ঘটনা হচ্ছে, সেই ঘটনার মূল্যে কোনো রহস্য রয়েছে, সেই রহস্য আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে উন্মোচিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে যে সব কথা, বাক্য, কটুবাক্য সেগুলো দেশের মানুষ চিরদিন প্রত্যাখান করে এসেছে। যেসব কথা-বার্তা-ভাষা আজকে দেশে যারা প্রকাশ্যে নিয়ে আসে তারা বাংলাদেশকে ভালোবাসে না। তারা বাংলাদেশের সমাজকে ধ্বংস করতে চায়, তারা বাংলাদেশের যে কৃষ্টি সেটাকে ধ্বংস করতে চায়।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মইন খান বলেন, ‘আমরা এদেশে বড় হয়েছি। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। আপনারা কী কখনো দেখেছেন যে, বাংলাদেশের প্রকাশ্যে এই ধরণের শব্দ, ভাষা, কটুবাক্য। উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ইমেজকে ধ্বংস করার জন্য কারা দায়ী তাদের চিহ্নিত করতে হবে।’ 

এ সময় বর্তমানে দেশজুড়ে যে সহিংসতা-হত্যাকান্ডের মতো ঘটনা ঘটছে, যারা ঘটাচ্ছেন তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। যারা বর্তমানে দেশের প্রতি বিদ্বেষ পোষণ করছেন, তাদের শুধু একটা কথাই বলবো যে, আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখুন।’ 

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে বিএনপি নেত্রী রিটা রহমান ও জাতীয় পার্টির (কাজী জাফর) মজিবুর রহমান প্রমুখ। 

শফিকুল ইসলাম/সুমন/

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর গোপালগঞ্জ ছাড়েন তারা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

কড়াপাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়িবহর গোপালগঞ্জ ছাড়ে। এই বহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা রয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় একই এপিসিতে ওঠেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। আখতার হোসেনকে অন্য একটি এপিসিতে উঠতে দেখা গেছে।

এর আগে, এনসিপির সমাবেশস্থল এবং পরে পদযাত্রা ও গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য।

সালমান/



ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:১০ পিএম
ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি ভিপি নুরের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার প্রতিবাদে ঢাকা থেকে গোপালগঞ্জে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই হুঁশিয়ারি দেন।

তিনি লিখেন, ‘প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে 'ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ' করবো। গোপালগঞ্জবাসীর প্রতিও আমাদের আহ্বান ফ্যাসিবাদ নির্মূল আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’

তিনি আরও লিখেন, ‘সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে । এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোন অনুশোচনাবোধ তৈরি হয়নি। বরং এরা প্রতিশোধপরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’ 

পরবর্তী আরেকটি পোস্টে  গোপালগঞ্জের ঘটনায় সন্ধ্যা ৭টায় পল্টন থেকে মশাল মিছিলেরও ঘোষণাও দেন নুর।

জয়ন্ত সাহা/সুমন/

রাষ্ট্র সুস্থ করতে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন: ড্যাবের সমাবেশে বক্তারা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ পিএম
রাষ্ট্র সুস্থ করতে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন: ড্যাবের সমাবেশে বক্তারা
ছবি: খবরের কাগজ

‘চিকিৎসকরা যখন রাজপথে আসেন, তখন বুঝে নিতে হবে দেশে কিছু একটা গভীর অসংগতি চলছে। মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন।’

বুধবার (১৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং দেশের সাম্প্রতিক সময়ের পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে এই দেশ গড়ে উঠছে তার বাবার হাতে। আজ সেই পরিবারের সন্তানকে যারা কালিমালিপ্ত করতে চায়, তাদের ইতিহাস ক্ষমা করবে না। চিকিৎসকদের এই অবস্থান প্রমাণ করে, এখনো বিবেক জাগ্রত আছে। ঘটনা ঘটেছে ৯ তারিখ, আর ভিডিও প্রকাশ হয়েছে ২ দিন পর ১১ তারিখে। একটা অসৎ উদ্দেশ্য তা করেছে। ১১ তারিখে খুলনায় যুবদলের মোল্লা মাহবুবকে গুলি ও রগ কেটে হত্যা করা হয়েছে। রগ কারা কাটে সেইটা বাংলাদেশের মানুষ জানে। চিকিৎসকরা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির জন্য রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

ড্যাবের বাংলাদেশ শিশু হাসপাতাল শাখা, মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখা, এনআইসিভিডি, নিকডু ও এনআইএমএইচ শাখা, ঢাকা মহানগর উত্তর শাখা এ সভার আয়োজন করে। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে আশেপাশের এলাকায় প্রদক্ষিণ করে। সভার শুরুতে জুলাই শহিদ দিবসে জুলাই-আগস্ট শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আয়োজক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা. এ বি এম ছফিউল্লাহ। তিনি বলেন, ‘মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষান এবং ড্যাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ডা. মো. জাভেদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন ড্যাবের সাবেক উপদেষ্টা ও বিএনপির সহ পরিবাব কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, সাবেক সহ সভাপতি ডা. বজলুল গণি ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম বাহার, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল শাখা ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. খায়রুল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব ডা. হারুন উর রশীদ খান রাকিব প্রমুখ। 

আরিফ সাওন/সুমন/

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ব্লকেড’ কর্মসূচি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদের উদ্ধৃতি দিয়ে এক পোস্টে এ আহ্বান জানান দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

পোস্টে তিনি লেখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’

এর আগে, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ, পদযাত্রা ও গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণায় বলা হয়েছিল, ‘গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।’

সালমান/