
নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোনো সমস্যা দেখছি না। কেউ দেখলে তারা ভুল দেখছেন না। নির্বাচনের তারিখে নিয়ে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি।’
শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরের খলিলুর রহমান বলেন, ‘সংস্কার ও বিচার বিষয়ে অগ্রগতি আমরা নির্বাচনের আগে দেখতে পাবো।’
এপ্রিলে নির্বাচন আয়োজন থেকে সরকার সরে আসছে কিনা এমন প্রশ্নের উত্তরের নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘সব কাজ যদি আমরা সময়মতো করতে পারি এবং সংস্কার ও বিচার কাজের পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে আগে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে। আমরা সব দলকে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত করতে চাইছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/