
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে এ্ হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই বর্বরোচিত হামলা পরিচালনা করেছে । পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইরানের উত্থান রোধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের এই বিমান হামলা। পশ্চিম এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে সন্ত্রাসীরাষ্ট্র ইসরায়েল এই হামলা পরিচালনা করে কার্যত ইরানের বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদি যুদ্ধ ঘোষণা করেছে যা এই অঞ্চলের জনগণের জীবনের নিরাপত্তা ও শান্তি বিপন্ন করবে।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ প্রভৃতি দেশের মদদেই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল গাজায় গণহত্যা পরিচালনা করে আসছে। বিশ্ব জনমতকে অগ্রাহ্য করে গাজায় এই গণহত্যা অব্যাহত আছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় গণহত্যা বন্ধে অবিলম্বে, বিনা শর্তে ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং ভোটদানে বিরত থাকার মাধ্যমে ইসরায়েলকে মদদ যুগিয়ে চলেছে ভারতসহ বিভিন্ন প্রতিক্রিয়াশীল রাষ্ট্র।’
বিবৃতিতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সুমন/