
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার সঙ্গে বাসায় এবং কোর্টে যারা অসদাচরণ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেখানে কেউ বেআইনি কাজ করবে এটা বিএনপির কখনোই বরদাশত করবে না। নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় যারা জড়িত সরকারকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
সোমবার (২৩ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যারা অপরাধী তাদের আইনিভাবে বিচার হবে। কিন্তু বিচারবহির্ভূতভাবে কেউ তাদের সঙ্গে অসদাচরণ করবে এ ধরনের কোনো নীতিতে বিএনপি বিশ্বাসী নয়। সাবেক সিইসির সঙ্গে প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সেটি নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় মানুষ নিরাপত্তা প্রত্যাশা করে, আর সেখানে কেউ বেআইনি কাজ করবে তা সেটিতো হতে পারে না। কেন বেআইনি কাজ করার সুযোগ থাকবে?
রিজভী বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ৫ আগস্টের দিন থেকে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট ভিডিও বার্তা দিয়েছেন, দলের ভেতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তখন যারা কারাগারে ছিলাম তখনও জেলে থেকে সবাইকে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখন পর্যন্ত বিএনপির যেসব নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি।
শফিকুল ইসলাম/অমিয়/