
এক ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি কিন্তু নতুন আরেক ফ্যাসিস্ট জন্মগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সোমবার (২৩ জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
গরিবের রিলিফের চাল একটি দলের নেতার গুদামে পাওয়া যাচ্ছে দাবি করে তিনি বলেন, 'গরীব, দু:খী ও মেহনতি মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয় এদেশের জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না'।
এ সময় প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে ফয়জুল করীম বলেন,'বাংলাদেশিরা বীরের জাতী কারও রাঙ্গা চক্ষুকে ভয় পায় না। বাংলাদেশ বন্দর বন্ধ বা সেভেন সিস্টার নিয়ে রাজনীতি শুরু করলে ভারতের পেটে ভাত থাকবেনা। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে, তবে কোনো গোলামি করা চলবে না'।
বক্তব্য শেষে নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আলহাজ আমজাদ সরকার ও নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।
দলটির জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলীর সভাপতিত্বে দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আবু তালহা ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্যরা এ সময় বক্তৃতা দেন।
মেহেদী/