
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে কেক কেটে দলীয় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৩ জুন) রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বারেক দরবেশের দরগা হয়ে গভীর রাতে গোপনে এ কর্মসূচির আয়োজন করেন বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠান স্থলের মাঠে শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি রাখা হয়। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি।
বগা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন তার ফেসবুক প্রোফাইলে ৪মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে। পরে যা আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে পোস্ট করা হয়।
এদিকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, গণহত্যাকারী দল আওয়ামী লীগ। তারা কীভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে তা বুঝে আসছে না। বিষয়টি আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব।'
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার, বাউফল সার্কেল আরিফ মোহাম্মাদ শাকুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পুলিশি অভিযান চলছে।
মশিউর/মেহেদী/