
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ।
মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভায়না এলাকায় একটি মিছিলের প্রস্তুতির সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শহরতলির ভিটাশাইর এলাকায় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, একটি গুলি, ১৫ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পের কমান্ডার বলেন, সবুজের বিরুদ্ধে আগে থেকেই অন্তত ১৩ থেকে ১৪টি লিখিত অভিযোগ ছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নাশকতা, জমি দখল ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। এসব অভিযোগের প্রেক্ষিতে এর আগেও তার শহরের ভাড়া বাসায় অভিযান চালানো হয়েছিল। তখন কিছু হালকা মাদকদ্রব্য ছাড়া উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।
তিনি আরও বলেন আজকের অভিযানের পেছনে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছিল। গ্রেপ্তারের সময় সবুজ শহরের ভায়না এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, মিছিলটি সেনাক্যাম্পের সামনে নেওয়ার পরিকল্পনা ছিল তার। তিনি বিএনপির ব্যানার ব্যবহার করলেও, যৌথ বাহিনীর দাবি, বিএনপির কোনো কেন্দ্রীয় বা স্থানীয় নেতা-কর্মী এতে অংশ নেননি। উপস্থিতদের অনেকেই আর্থিক প্রলোভন বা মোটরসাইকেলের জ্বালানি খরচ দেওয়ার প্রতিশ্রুতিতে সেখানে এসেছিলেন। এ বিষয়ে কয়েকজন অংশগ্রহণকারী ভিডিও সাক্ষাৎকারে যৌথ বাহিনীকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে যৌথ বাহিনী সবুজের গ্রামের বাড়ি তল্লাশি চালিয়ে টয়লেটের ছাঁদ থেকে ওয়ান শুটার গান, একটি গুলি, অন্য জায়গা থেকে একটি রামদা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। এসব আলামতসহ তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
শ্রাবণ/মেহেদী/