
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মৎস্য, প্রাণীসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমানের প্রতি শ্রদ্ধা জানাতে ৪৫ সদস্য বিশিষ্ট ‘আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী।
আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আগামী শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিকাল ৩টা একটি স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আয়োজন করছে আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণ সভা কমিটি।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, ডেইলি নিউ এইজ এর এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শহীদুল্লাহ খান বাদল, এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, এমএম ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতিশ সি দেবনাথ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী আজাদী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল ওয়াহাব, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর হাসিনা জাকারিয়া, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ড. মাহমুদুল করিম, বাংলাদেশ আকুয়াকালচার অ্যালায়েন্সের সাবেক সভাপতি মো. মাকসুদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ঢাকা বিশ্ববিদ্যায়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এম এ তাসলিম, দি ডেইলী পিপলস ভিউ এর সম্পাদক সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, যমুনা টিভির বিজনেজ এডিটর সাজ্জাদ খান, দি বিজনেস স্ট্যান্ডার্ড এর ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব খ ম হারুন, ইউনিট্রেন্ড লি. এর ম্যানেজিং ডিরেক্টর মুনির আহমেদ খান, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সাবেক মূখ্য সচিব ড. মোহাম্মদ আবদুল করিম, সাবেক সচিব এএসএম রশিদুল হাই, সাবেক সচিব এ কে এম জাফরুল্লাহ, সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. রফিকুল ইসলাম, বেঙ্গল রেমিডিস লি. এর চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিদ্দিক আহম্মেদ চৌধুরী, পিআরআই এর সিইও ড. জি এম খুরশীদ আলম, কৃষি, পল্লী উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা-এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাবেক উপদেষ্টা ড. মাহফুজ আহমেদ, এসোসিয়েশন অব ব্যাংকার্স এর সাবেক প্রেসিডেন্ট মো. নুরুল আমিন এবং খবরের কাগজ এর নির্বাহী সম্পাদক এনাম আবেদীন ।
শফিকুল ইসলাম/