লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী অ্যাডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়নের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদের বিরুদ্ধে। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদ পেতে লবিং-তদবির চালাচ্ছেন। তার বয়স প্রায় ৪০ বছর, নেই ছাত্রত্বও।
আর লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভির বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্টসহ নানা অভিযোগ রয়েছে। তারও ছাত্রত্ব নেই। অভি বর্তমানে জেলা ছাত্রদলের বড় পদ পেতে তদবির শুরু করেছেন। এনিয়ে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, ‘আব্দুল্লাহ আল খালেদ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থাকলেও বিগত ১৫ বছর আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দীন চৌধুরী নয়ন এমপির সঙ্গে তার গভীর সখ্যতা ছিল। ২০২১ সালের উপনির্বাচনে দালাল বাজার ইউনিয়নের মহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়ন এমপির পোলিং এজেন্ট হিসেবে খালেদ দায়িত্ব পালন করেছিলেন। আওয়ামী বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে তার উপস্থিত ছিল না।’
জানা গেছে, জাতীয় পরিচয় পত্রে আব্দুল্লাহ আল খালেদের জন্ম ১৯৮৬ সালের পহেলা জানুয়ারি। ২০০৩ সালে তিনি এসএসসি পরীক্ষা দেন। ২০১৬ সালে মাস্টার্স শেষ করে শিক্ষাজীবন শেষ করেছেন। ৪০ বছর বয়সে এসে জেলা ছাত্রদলের প্রার্থী হতে তদবির-লবিং চালাচ্ছেন।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ খবরের কাগজকে বলেন, ‘তার জন্ম ১৯৮৮ সালে, ভুলক্রমে এনআইডিতে ১৯৮৬ সাল চলে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আমি ‘ল’ করছি। তিনি বলেন, আমি ব্যাংকের চাকরি করতাম। তখন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। কোনো এমপির প্রার্থী হয়ে নয়।’
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয় নেতা-কর্মীরা জানান, অভি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বিগত ফ্যাসিস্ট আমলে জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু এবং পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জয় রকির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর লক্ষ্মীপুর থেকে পালিয়ে যান সালাহউদ্দিন টিপু। এলাকা ছাড়ার আগের দিনও টিপু ছাত্র-জনতার উপরে গুলি চালায়। টিপু এলাকা ছাড়ার পর লক্ষ্মীপুরের ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা অভির হাতে। বর্তমানে তার হাতেই ইয়াবা ব্যবসা সিন্ডিকেট। অভির বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও জেলা ছাত্রদল কোনো ব্যবস্থা নেয়নি।
ইতোমধ্যে অভির মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অভি প্রকাশ্য পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জয় রকির সঙ্গে রুমে বসে মাদক সেবন করছেন। পাশাপাশি তারা ইয়াবা ও গাজা সেবন করতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি খবরের কাগজকে বলেন, ‘জেলা কমিটি গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রতিহিংসার কারণে একটি গ্রুপ এসব রটাচ্ছে। তিনি কখনো ইয়াবা ধরেননি। রাজনীতির প্রতিহিংসার শিকার।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের মধ্যে লক্ষীপুরে যুবলীগ বা ছাত্রলীগের সঙ্গে আমি সমঝোতা করেনি। প্রতিটি মামলার আসামি ছিলাম এবং কারাগারে ছিলাম।’
লক্ষ্মীপুর জেলার ছাত্রদলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম রিয়াদ সত্য স্বীকার করে বলেন, ‘অভির বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হয়ে তাকে বহিষ্কার করা হবে।’
তিনি বলেন, ‘২০২১ সালের কমিটি দিয়ে চলছে কলেজ ছাত্রদল। তার ছাত্রত্ব নাও থাকতে পারে। নতুন কমিটি গঠনের কাজ চলছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির খবরের কাগজকে বলেন, ‘লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে এখনো সেভাবে কাজ শুরু হয়নি। কমিটি গঠনের আগে যাচাই-বাছাই করা হবে। জেলার যারা অভিভাবক রয়েছেন, তাদের সঙ্গে প্রার্থীদের বয়সসহ অন্যান্য বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘অভির বিরুদ্ধে তদন্ত চলমান। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
শফিকুল ইসলাম/সুমন/