
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই’ বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘যারা বলে ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদেরকে বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি কিন্তু দেখাব না। একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে- এই প্রত্যাশা করি।’
শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গনে দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ এর দাবিতে এই সমাবেশে তিনি এই হুশিয়ারি দেন। সমাবেশে কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশ অংশ নেয়।
জামায়াতের সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাই নাই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চাই না, সংস্কার সংস্কার করে এটা-সেটা-তারাই তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের গোপনে তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে। এখন জামায়াত কী জিনিস আপনারা একটু চিনে রাখেন।
এসময় মাদক ও অস্ত্রমুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ণ করার কথাও জানান গয়েশ্বর।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ নির্মাণ করব। যদি স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে, বিভিন্ন বাহানায়, সংস্কার-বিচারের বাহানা দিয়ে আপনারা অনন্তকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে।
তিনি বলেন, আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে, বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি। দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আয়না ঘর, আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন ও ফ্যাসিবাদী শাসনের কথা। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে, এটি আরেকটি ষড়যন্ত্র।
বক্তারা আগামী ঢাকা-৩ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। কেরানীগঞ্জ দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় প্রমুখ।
শফিকুল ইসলাম/মাহফুজ