গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়ছে তুই বসে আছিস। অথচ ৮-১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করত। কিন্তু এখন অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে। যেখানে সেখানে গড়ে উঠেছে দোকান আর সেখানে চলছে কেরাম বোর্ড খেলার অন্তরালে কোমল পানীয় খাবারের নামে নেশা। তথাকথিত আধুনিকতায় ছেলেমেয়েদের পোশাক দেখে শনাক্ত করা বিড়ম্বনাময়। যাদের গহনা পরার কথা তাদের হাত-কান-গলা শূন্য, পক্ষান্তরে বাবুদের মাথায় চুল থেকে কানে দুল হাতে চুড়ি সব পরিপূর্ণ। আধুনিকতার নামে পোশাকের তো বারোটা বাজিয়ে ছাড়ছে পাশ্চাত্যের নগ্নতা। এতেই কি আমরা ধন্য? শুধু কি তাই! হারিয়ে যাচ্ছে পারিবারিক নৈতিক শিক্ষা ও শিষ্টাচার।
খন্দকার এইচ আর হাবিব
প্রধান শিক্ষক, মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চল, দিনাজপুর
[email protected]