দেশে সার্বিক মূল্যবৃদ্ধির হার বেড়েই চলেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কমেছে। অথচ সাধারণ মানুষ ও মধ্যবিত্তের অবস্থা টাইট তথা জীবন অতিষ্ঠ ও দুশ্চিন্তাগ্রস্ত। এই পরিস্থিতিতে শস্য -বীজ -সার -বিদ্যুৎ সহ রান্নার গ্যাসের দামে পর্যাপ্ত ভর্তুকি দিতে হবে। নতুবা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
একইসঙ্গে কালোবাজারিও রুখতে হবে এবং সরকারকে এজন্য কঠোর ব্যবস্থা ও পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে কয়েক কোটি টাকার ভর্তুকি দিতে হবে। সে টাকাটা দেশের উচ্চ আয়ধারী, ধনী ও বিত্তশালীদের থেকে আদায় করতে হবে। তাঁদের আয়ের ওপর উচ্চহারে কর বসাতে হবে। কর ফাঁকি রুখতে হবে। বিত্তশালীদের সম্পত্তির ওপর বিত্তকর বসাতে হবে। গরিব মানুষ ও মহিলাদের হাতে নগদ টাকা দিতে হবে। যা আবার বাজারেই ফিরে আসবে। অর্থনীতি চাঙা হবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]