মাদারীপুরের কালকিনী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ এখন ভাঙন-তাণ্ডব চালাচ্ছে। ইতোমধ্যেই সাহেব রামপুর, সিডিখান, আণ্ডারচর, বাঁশগাড়ী, মোল্লারহাটে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আড়িয়াল খাঁ পদ্মার গোয়ালন্দ ঘাটের ৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। উৎসের মুখ থেকে এ নদটি প্রবাহিত হয়ে ১৬২ কিলোমিটার ভাটিতে পাড়ি দিয়ে সেখানে কীর্তনখোলা, আন্ধারমানিক এবং বরিশ্বর শাখা নদীর জন্ম দিয়েছে।
এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আড়িয়াল খাঁ মাঝে মাঝেই ভাঙনের সৃষ্টি করে তার গতিপথ পরিবর্তন করেছে। তাতে হাটবাজার, স্কুল-মাদ্রাসা, বেড়িবাঁধ, সড়ক ও কৃষকের জমি গিলে নিয়েছে। আর হাজার হাজার মানুষকে করেছে গৃহহীন। বিশেষ করে সস্থাল প্রাইমারি স্কুলটি নদীগর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। হোগলপাতিয়া লঞ্চঘাট ভেঙে সেখানে এখন বিস্তীর্ণ চর পড়েছে। অপরদিকে আলীপুর বেড়িবাঁধের পুরোটাই নদী কেড়ে নিয়েছে। মোল্লারহাট লঞ্চঘাট ভেঙে হাটের কাছে চলে এসেছে।
আর কিছু ভাঙলেই মোল্লার হাটসহ লালচাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলী উচ্চবিদ্যালয় এবং মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আড়িয়াল খাঁর ভয়াবহ ভাঙন-তাণ্ডব চললেও পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যক্রম গ্রহণ করেনি। তাই এ অঞ্চল রক্ষায় শক্ত বাঁধ দেওয়া জরুরি। হাজার হাজার মানুষ ভাঙনের শিকার হয়ে তাদের বাপ-দাদার ভিটেবাড়ি হারিয়ে এখন উদ্বাস্তু। বর্ষার তীব্র পানি প্রবাহে নদীভাঙন ঠেকানো অত্যন্ত জরুরি।
রোকসানা রহমান
আলীপুর, মোল্লারহাট, কালকিনী, মাদারীপুর
[email protected]