প্রতিবছর সেপ্টেম্বর মাসে আয়কর রিটার্ন জমা দেওয়ার হিড়িক পড়ে! চলে অন্তত অক্টোবর পর্যন্ত। এটা বয়স্কদের জন্য বিরক্তিকর ও দুশ্চিন্তার এবং ঝামেলারও। একই সঙ্গে ২ থেকে ৩ হাজার টাকার গচ্ছা। উকিলকে দিতে হবে, যারা জানেন না, কেমন করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হয়। আমাদের প্রস্তাব, সরকার নাগরিকদের থেকে সঠিক আয়কর সংগ্রহ করুক, তার জন্য কড়া হোক, ফাঁকিবাজি বরদাশত যেন না হয়। আয়কর ফাঁকি ধরা পড়লে আইনমাফিক শাস্তি দিক, সব ঠিক আছে। কোনো আপত্তি নেই। কিন্তু রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে যাদের বয়স ৭০ বা তার বেশি, তাদের দয়া করে ছাড় বা অব্যাহতি দিন।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]