ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

প্রবীণদের আয়কর রিটার্ন জমায় ছাড় দিন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০৮ পিএম
আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম
প্রবীণদের আয়কর রিটার্ন জমায় ছাড় দিন

প্রতিবছর সেপ্টেম্বর মাসে আয়কর রিটার্ন জমা দেওয়ার হিড়িক পড়ে! চলে অন্তত অক্টোবর পর্যন্ত। এটা বয়স্কদের জন্য বিরক্তিকর ও দুশ্চিন্তার এবং ঝামেলারও। একই সঙ্গে ২ থেকে ৩ হাজার টাকার গচ্ছা। উকিলকে দিতে হবে, যারা জানেন না, কেমন করে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হয়। আমাদের প্রস্তাব, সরকার নাগরিকদের থেকে সঠিক আয়কর সংগ্রহ করুক, তার জন্য কড়া হোক, ফাঁকিবাজি বরদাশত যেন না হয়। আয়কর ফাঁকি ধরা পড়লে আইনমাফিক শাস্তি দিক, সব ঠিক আছে। কোনো আপত্তি নেই। কিন্তু রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে যাদের বয়স ৭০ বা তার বেশি, তাদের দয়া করে ছাড় বা অব্যাহতি দিন।

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

ঢাকার যানজটে নাকাল নগরবাসী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পিএম
ঢাকার যানজটে নাকাল নগরবাসী

এই সেদিন উবারে করে ঢাকার গুলশান থেকে গেন্ডারিয়া-ফরিদাবাদে আসতে সময় লেগেছে প্রায় পৌনে ২ ঘণ্টা। অথচ ঢাকার  পোস্তগোলা থেকে ফরিদপুর যেতে বাসে সময় লেগেছে মাত্র ২ ঘণ্টা। পদ্ধা সেতুর জন্য আজ আমরা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের জনগণ কত না উপকৃত হয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। অথচ রাজধানীর মধ্যে এত যানজট, এটা নিরসনে কেউ এগিয়ে আসছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ঢাকার যানজট নিরসনে নগরীতে বিশ্বের অন্যান্য দেশের মতো সড়কব্যবস্থার শুধু উন্নয়ন নয়, প্রশস্তকরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। নগরবাসীকে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিনই দুর্বিষহ যানজটের কবলে ঘণ্টার পর  ঘণ্টা সময় নষ্ট করতে হয়। রাস্তায় ট্রাফিক পুলিশের এক বিরাট অংশ অনভিজ্ঞ। সঠিক প্রশিক্ষণের অভাবে দেশের ট্রাফিক বিভাগ একেবারে ভেঙে পড়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কোনো ভূমিকাই রাখতে পারছে না। রাজধানীর যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ, ট্রাফিক বিভাগের উন্নতিকরণ এবং  উল্টো পথে গাড়ি চলাচল বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানাই।

মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী
১৭, ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]

মসজিদে মাইক প্রয়োজন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পিএম
মসজিদে মাইক প্রয়োজন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের মসজিদটি অত্যন্ত সুবিশাল এবং এখানে প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করা হয়। মসজিদটিতে প্রার্থনার জন্য পরিবেশ খুবই অনুকূল হলেও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। মসজিদে কোনো মাইকের ব্যবস্থা নেই।

মসজিদে মাইকের অভাবে আজানের ধ্বনি হলের অধিকাংশ শিক্ষার্থীর কাছে পৌঁছায় না। আজানের গুরুত্ব ইসলাম ধর্মে অপরিসীম, কারণ এটি নামাজের জন্য মানুষের কাছে একটি সরাসরি আহ্বান। যদি মাইকের ব্যবস্থা করা হয়, তবে নিয়মিতভাবে আজান দেওয়া সম্ভব হবে, যা শিক্ষার্থীদের নামাজে অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে। অনেক শিক্ষার্থী আজানের সুমধুর ধ্বনি শুনলে নামাজের প্রতি আরও আগ্রহী হবেন বলে বিশ্বাস। বিষয়টি দ্রুত সমাধানের জন্য হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 রানা আহম্মেদ অভি
আবাসিক শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
[email protected]

অসহায়ের সহজ চিকিৎসা কি আছে?

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ পিএম
অসহায়ের সহজ চিকিৎসা কি আছে?

অসহায়ের সহায় সরকারি চিকিৎসা। আসলে কি তাই? তবে সরকারি হাসপাতালে দালালরা খুব প্রভাবশালী। যখন যে দল সরকারে থাকে দালালরা দ্রুত সেই দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে থাকে। আর মফস্বল শহরে এই দালালিটা একটু অন্যরকম। মফস্বলে বলেন আর রাজধানী ঢাকার কথা বলেন- সর্বত্রই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ওষুধের দোকান ও ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রতিনিধিরা ডাক্তারের সঙ্গে রাউন্ডে থাকেন। ডাক্তাররা দামি ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার বিধান দিলে, যেসব ওষুধ হাসপাতালে পাওয়া যায় না, সেই ওষুধ বেশি লেখা হয় ব্যবসায়িক স্বার্থে। বহিরাগতরা তৎক্ষণাৎ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তাদের নিজেদের দোকান থেকে নিয়ে আসেন বা রক্ত নিয়ে গিয়ে রিপোর্ট দিয়ে যান। হাসপাতাল সুপার বা স্বাস্থ্যকর্মীরা ভয়ে প্রতিবাদ করতে পারেন না।  রোগী আর তাদের আত্মীয়রা কোনোরকমের প্রতিবাদ করতে পারেন না। সবাই দালালদের কাছে জিম্মি! 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

আর নয় নারীর শ্লীলতাহানি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ এএম
আর নয় নারীর শ্লীলতাহানি

দেখা গেল কেউ একজন অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসা হচ্ছিল বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা পরামর্শ দিলেন আরও চিকিৎসার প্রয়োজন। কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেক। দরিদ্র মহিলা তার স্বামীকে এত খরচ করে চিকিৎসা করাবেন কেমন করে? ঠিক করলেন, রোগীকে বাড়িতেই নিয়ে যাবেন। বেসরকারি হাসপাতালের খরচ সামলাতে না পেরে দরিদ্র পরিবার প্রিয়জনকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন। 

আবার এমনও ঘটনা ঘটছে যে, মহিলা অনেক কষ্ট করে একটি অ্যাম্বুলেন্স জোগাড় করলেন। অসুস্থ স্বামীকে শোয়ালেন সেখানে। অ্যাম্বুলেন্সের চালক বিধ্বস্ত, শোকার্ত, অসহায় মহিলাকে একরকম বাধ্য করল তার পাশে বসতে। খানিক পথ যেতেই সেই চালক আর তার সাগরেদ মহিলার শ্লীলতাহানি করল জোর করে। মহিলা চিৎকার করে ওঠেন। চালক আর সাগরেদ অসুস্থ স্বামীর অক্সিজেন নল খুলে তাকে ছুড়ে ফেলে দিল গাড়ি থেকে। মহিলার শ্লীলতাহানি করে, তার গায়ের গয়নাও খুলে  নিল। 

রেহাই দিল না তাকেও। আবার অন্যরকম ঘটনাও আছে, যেমন- কেউ শত্রুতার জেরে হত্যা করে তার হাত কেটে তা জনসমক্ষে বীরের বেশে প্রদর্শন করে। দেখে মনে হয়, এ পাষণ্ডের কাছে এরকম ঘটনা মামুলি ব্যাপার। মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে! এমনই একটি দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখে পড়েছে! এরা কি মানুষ না পাষণ্ড! এই সব ঘটনা কি মর্মান্তিক! কত পাশবিক! কতই না ভয়ংকর! এসব ঘটনাকে ধিক্কার জানানোর ভাষা আমরা অনেক সময় হারিয়ে ফেলি! 

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

ফরিদাবাদে ডাকঘর চাই

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ এএম
ফরিদাবাদে ডাকঘর চাই

ডিজিটাল বা আধুনিক যুগে ডাকব্যবস্থার উন্নয়নের গুরুত্বের কথা নতুন করে ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন। মূলত ডাকব্যবস্থার উন্নয়ন দেশের সার্বিক অগ্রগতির জন্যই প্রয়োজন। সে লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে এর যথেষ্ট গুরুত্ব বহন করে। উল্লেখ্য, পুরান ঢাকার ফরিদাবাদ পোস্টাল কোড ঢাকা-১২০৪, এলাকা বিশাল। অথচ খোদ ফরিদাবাদে অবস্থিত শত বছরের পুরোনো ডাকঘরটি ডাক বিভাগ কর্তৃপক্ষ সম্প্রতি কী কারণে প্রত্যাহার করে নিয়েছে, তা এলাকাবাসী অবগত নন। 

ডাকঘর না থাকার কারণে চিঠিপত্র আদান-প্রদান, ডাকটিকিট ক্রয়, সঞ্চয়পত্র, ডাক জীবন বিমা, চিঠি রেজিস্ট্রারি, ইএমএস, পোস্টকার্ড, পার্সেল সবকিছু থেকে এলাকাবাসী বঞ্চিত। তবে জেনে রাখা ভালো, আজকাল দেশের অনেক ডাকঘরের অবস্থা বেহাল। ডাক বাঁধার জন্য দড়ি, বাতি জ্বালানোর তেল এমনকি গালা পর্যন্ত নেই। এসব সামগ্রী ক্রয়ের জন্য প্রতি মাসে সরকারি বরাদ্দ অপ্রতুল, যা ডাকঘর চলার উপযোগী নয়। ডাকব্যবস্থা ও ডাক বিভাগের বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত ডাককর্মীরা এখনো বিভিন্নভাবে উপেক্ষিত। আশা করি, পুরান ঢাকার মানুষের সমস্যার কথাটি উপলব্ধি করে ডাক বিভাগ অবিলম্বে রাজধানীর ফরিদাবাদের প্রত্যাহারকৃত ডাকঘরটি পুনরায় জনস্বার্থে চালুর উদ্যোগ নেবে।
 
মাহবুবউদ্দিন চৌধুরী
গণমাধ্যমকর্মী
১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪
[email protected]