পরিবেশের ওপর নির্ভর করে মানুষের জীবন। জীবন ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে পলিথিনের ব্যবহার। আমরা প্রতিদিন নিত্যকাজে পলিথিন ব্যবহার করি। আমাদের দেশের বর্জ্যের প্রায় ৮ শতাংশই প্লাস্টিক। শুধু ঢাকা শহরে প্রতিদিন ১ কোটি ৪০ লাখ পলিব্যাগ পরিত্যক্ত হয়; এতে সহজেই পলিথিনের ব্যবহার অনুমান করা যায়। ঢাকা শহরে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন। পলিথিন রাস্তাঘাটের পয়োনিষ্কশনের ব্যবস্থা একদম বন্ধ করে দেয়। ঢাকাসহ বিভিন্ন শহরে পলিথিন আটকে থাকার কারণে রাস্তাঘাট তলিয়ে যায়। এতে দুর্ভোগ ঘটে মানুষের জীবনে।
পলিথিন এমন বিষাক্ত যা আমাদের জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনে। পলিথিন মানুষের শ্বাস-প্রশ্বাসের অসুবিধা ও ক্যানসার সৃষ্টি করে। উজ্জ্বল রঙের পলিথিনে যথেষ্ট পরিমাণে সিসা ও ক্যাডমিয়াম রয়েছে। পলিথিনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ প্রজনন ও রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট করে। বর্তমানে নারীদের বন্ধ্যত্বের যে সমস্যা দেখা যাচ্ছে তার মূলে রয়েছে পলিথিনের ক্ষতিকর রাসায়নিক প্রভাব। পলিথিন প্যাকিংয়ে ব্যাকটিরয়ার সৃষ্টি হয়। ফলে পলিথিনে মোড়ানো খাবার খেলে রোগ হওয়ার আশঙ্কা বেশি। আসুন, আমরা পলিথিন ব্যবহার বন্ধ রাখি, বিকল্প কোনো কিছু ব্যবহার করি। পলিথিন ব্যবহার না করে আমরা আমাদের জীবন বাঁচাই, দেশ রক্ষা করি।
আবুল বাশার খান নূর
হাতিরপুল, ঢাকা