কেন দেব-দীপাবলি বলা হয়, তা জানি না। তবে বহু বছর আগে বাংলাদেশের অনেক নদীর ঘাটে গিয়ে এই শব্দ দুটি শুনতে পেয়েছি। এখন আর শুনি না। অতীত বিস্মৃত! মনে আছে, মাঝিরা নৌকা নিয়ে অপেক্ষায় থাকত নদীর ঘাটে ঘাটে এই দেব-দীপাবলিতে। প্রদীপ জ্বালিয়ে ওরা নদীবক্ষে যে আলোকবর্তিকা তৈরি করতেন, তা ছিল দেখার মতো।
এ ছাড়া নদীতে আরতি হতো যে জায়গায়, সেখানকার চত্বর সেজে উঠত কয়েক হাজার প্রদীপে। বাজি না পুড়িয়ে এলাকায় চুপ করে দাঁড়িয়ে থেকেছি, সেই মুহূর্তে মন ভালো হয়ে যেত। অন্ধকার আকাশে এমনিতেই আলোর একটা মায়াবী পরিবেশ তৈরি হতো। কখনো নদীর কুল কুল শব্দ কানে নিয়ে বাজির শব্দকে অনুমতি দিয়ে চোখ খুলে রাখতাম। দেখতাম, চারপাশের প্রদীপের আলোয় চমৎকার এক পরিবেশ তৈরি হয়ে আছে। সে সময় তা দেখার জন্য ভিড় হতো। সেই দিন আর নেই। নদীর ঘাট আর আলোকময় হয় না আমার এই পূর্ববাংলায়, অর্থাৎ আজকের এই বাংলাদেশে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]