সম্প্রতি ছিনতাই ও ডাকাতির সবচেয়ে হটস্পট এলাকা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ও ঢাকা উদ্যান। রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় তিন মাস হয়ে গেল অনেক স্থানে এখনো পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। মোহাম্মদপুরের বছিলা ও ঢাকা উদ্যানে সিসি ক্যামেরাগুলো ভাঙা। রাজধানীর বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাগুলো নষ্ট করেছে দুর্বৃত্তরা। ফলে যেভাবে ডাকাতি ও ছিনতাই বাড়ছে, তাই নষ্ট সিসি ক্যামেরাগুলোর কারণে অপরাধী শনাক্ত করা যাচ্ছে না।
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও বছিলা এলাকায় সন্ধ্যা নেমে এলে এমনকি দিনে-দুপুরে ছিনতাইকারী ও ডাকাতরা দেশীয় অস্ত্রসহকারে তৎপর হয়ে ওঠে। সেখানে পথচারী, দিনমজুর কেউই নিরাপদ নয় ছিনতাইকারীদের কাছ থেকে। মোহাম্মদপুর ছাড়াও রাজধানীর উত্তরা, মালিবাগ, গাবতলী, নিউমার্কেট, মিরপুরসহ আরও কয়েকটি এলাকায় একই অবস্থা। এসব ছিনতাইকারী দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। উত্তরা, নিউমার্কেট, মালিবাগ, মিরপুরেও তারা অনেকের প্রাইভেট কার গতিরোধ করে টাকা-পয়সা ও মালামাল ছিনতাই করে নিয়ে যায় অস্ত্রের ভয় দেখিয়ে। রাজধানী ঢাকার মানুষ আজ অপরাধীদের কাছে অনিরাপদ। প্রতিটি থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি, রাজধানীর বিভিন্ন স্থানে নষ্ট হওয়া সিসি ক্যামেরাগুলোকে মেরামত এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে যৌথভাবে এসব অপরাধীকে আইনের আওতায় আনা হয়, এ জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইয়ামিন খান
কলাবাগান, ঢাকা
[email protected]