বর্তমানে মা-ইলিশ ধরা বন্ধ। এই বন্ধ যেন কাগজে-কলমেই। বাস্তবে পদ্মা, মেঘনায় এবং তার নানা শাখা নদীতে ইলিশ ধরার মহা উৎসব চলছে। মা-ইলিশ নদীর পাড়ে হাট বসিয়ে বিক্রি করা হচ্ছে। যারা ইলিশ ধরা বন্ধে টহল দিচ্ছে, তাদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। নদীতে বালু উত্তোলনের কারণে স্বাভাবিকভাবে ইলিশ চলতে পারছে না। তার গতিপথ পরিবর্তন করতে হচ্ছে। ফলে ইলিশ কোনোভাবে ডিম দিলে তার থেকে বাচ্চা হচ্ছে না।
মা-ইলিশ ধরা বন্ধের সময় সরকার যে খাদ্য সহায়তা দেওয়া হয়, তা সঠিক সময়ে জেলেরা পান না। অনেক জেলে তালিকার বাইরে থেকে যান। ইলিশের উৎপাদন বাড়াতে একটি পরিকল্পনা করা দরকার। সমস্যা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কাগজে-কলমে অভিযান চালালে হবে না। প্রশ্ন হলো, মুখরোচক কথা নয়, ইলিশ নিয়ে সত্যিকার অর্থে কাজ হবে কবে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ শফিকুর রহমান
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অপারেশনস
ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড
খাজা প্লাজা, বাড়ি # ৭৬/বি, রোড নং # ১১, বনানী, ঢাকা
[email protected]