দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মানবিকতার হিংসাত্মক জীবনের রীতিনীতি। আমরা সততাকে শিল্পের পরিচয়ে ফুটিয়ে তুলি কিন্তু পরক্ষণেই তা একরাশ শুকিয়ে যাওয়া কাঠগোলাপের মতো নষ্ট হয়ে যায়। রাষ্ট্রের সবচেয়ে বড় সংসদ ভবন যদি মানুষের চিরায়ত দুঃখ-কষ্টের হৃদয় হয়, তাহলে সেখান থেকে আমরা মঙ্গল মুক্তির বার্তা পৌঁছাতে পারব আগামীর শান্তির শপথে।
মানুষের আত্মার সংস্কার কখনো বিপথগামী করে না। মানুষের যাপিত পথে ক্লান্তি আছে, স্বপ্ন আছে, বেদনা আছে, আছে অপার লোভ। তাই তার অদৃশ্য ক্ষমতা চোখে মেপে ধারণ করা যায় না। রাষ্ট্র মেরামতের সুযোগ পেলেই কেউ কেউ বুনে যায় কুম্ভকর্ণ। যেখানে লোভের জন্ম সেখান থেকেই অস্তিত্বের ধ্বংসের পথযাত্রা শুরু হয়। সততার ডুবন্ত পৃথিবীতে কেবল লোভের আগুন দাউ দাউ করে। রাষ্ট্রের জনজীবনের সব ময়লা-আবর্জনা অপসারণ করা যায় কিন্তু মানবমনের ধৃষ্টতা অপসারণ করা যায় না। জাতির কল্যাণ আসে মানবপ্রেম থেকে, হৃদয়ের শৃঙ্খল মিছিল থেকে। শ্রম, ত্যাগ আর নিষ্ঠা- এই তিন গুণকে অস্বীকার করে আগামীর পথকে মসৃণ করা যাবে না।
ইসতিয়াক আহমেদ হৃদয়
তরুণ কলাম লেখক; শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ
আক্কেলপুর, জয়পুরহাট
[email protected]