সমবায় হলো সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন, যা নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে। ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে সংঘবদ্ধ করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আর্থসামাজিক মুক্তি এনে দেওয়াই সমবায়ের লক্ষ্য। গ্রামের মানুষকে সুসংগঠিত করা এবং তাদের অর্থনৈতিক উন্নতির জন্য শক্তিশালী ভূমিকা রাখতে পারে সমবায়। প্রান্তিক মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে অর্থনৈতিক মুক্তির কাজে ব্যবহার করতে পারলে গ্রামীণ অর্থনীতির চেহারা পাল্টে যাবে।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালীকরণের সুযোগ আমাদের দেশেও তৈরি হয়েছে। কৃষি ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন, মৎস্য চাষ, ইক্ষু চাষ, দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াজতকরণ এবং বিপণন, তাঁতশিল্প, হস্তশিল্প, মৃতশিল্প, চামড়াশিল্প, যানবাহন, আবাসন, মৌ চাষসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় সমিতিগুলো বিচরণ করছে। সমবায় আন্দোলন দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছে। সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
লেখক
[email protected]