নভেম্বর মাস ফুসফুস ক্যানসার সচেতনতা মাস। বিশ্বব্যাপী ফুসফুস ক্যানসারের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই নভেম্বর মাস ফুসফুস ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। আমাদের দেশেও সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে এর তাৎপর্য তুলে ধরা হয়। ফুসফুস ক্যানসার একটি মারাত্মক ব্যাধি। এটি প্রাথমিকভাবে শনাক্ত করা বেশ কঠিন। কারণ অন্যান্য ক্যানসার শনাক্তকরণে যে স্ক্রিনিং পদ্ধতি ব্যবহার করা হয়, ফুসফুস ক্যানসারের ক্ষেত্রে ততটা কার্যকর ভূমিকা পালন করে না।
তাই আর্লি স্টেজ পার হলে কিংবা ইন্সিডেন্টাল ফাইন্ডিংয়ের মাধ্যমে শনাক্ত করা যায়। যেমন অনেক সময় দেখা যায়, আক্রান্ত ব্যক্তি কোনো কারণে ফুসফুসের এক্স-রে করেছেন, সেখান থেকে সন্দেহজনকভাবে পরবর্তী সময়ে ফুসফুস ক্যানসার শনাক্ত করে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। মৃত্যুঝুঁকির প্রসঙ্গ এলে বলতে হবে, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ক্যানসারে মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি। ফুসফুস ক্যানসার একটি জটিল রোগ। শুধু সচেতনতাই নয়, প্রতিরোধের জন্যও প্রয়োজন প্রচেষ্টা। আপনি বা আপনার প্রিয়জন কি এই ঝুঁকির মধ্যে আছেন কি না তা জানুন এবং আপনার ফুসফুস আজই পরীক্ষা করুন। সচেতনতার মাধ্যমে নিজের ও আশপাশের সবাইকে ভয়াল রোগটির বিষয়ে সতর্ক করে তুলুন।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
লেখক
[email protected]