গ্রামবাংলা ও শহরতলিতে সব সময় সাপের উপদ্রব দেখা যায়। অনেক ক্ষেত্রে এই উপদ্রব মারাত্মক ক্ষতির কারণ হয়। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সাপে কাটার ওষুধ সব সময় মেলে না। আবার অনেক ক্ষেত্রে ওষুধ মিললেও চিকিৎসকের অভাব। অগত্যা কেউ কেউ ওঝা-ঝাড়ফুঁক ইত্যাদি অবৈজ্ঞানিক চিকিৎসার ওপর নির্ভর করেন কিংবা ঢাকায় চিকিৎসা করাতে ছুটে আসতে হয়।
গ্রাম থেকে ঢাকায় চিকিৎসার জন্য রোগীকে গাড়ি করে নিয়ে যাওয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। সময়মতো চিকিৎসা না হওয়ায় রোগীর পথেই মৃত্যু ঘটে। যেহেতু এই চিকিৎসা আপৎকালীন, তাই জাতির কল্যাণে সব সময় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও শহরতলির হাসপাতালে পর্যাপ্ত সাপের দংশন থেকে সুস্থ হওয়ার ওষুধ মজুত রাখা খুবই জরুরি। পাশাপাশি ঢাকার হাসপাতালগুলোতে সাপে কাটা ওষুধপত্র ও চিকিৎসক রাখা বিশেষ প্রয়োজন। সর্প দংশনের মতো অপঘাতে মৃত্যু আমাদের সুস্থ সমাজে মোটেই কাম্য নয়। সুস্থভাবে বেঁচে থাকা আমাদের মৌলিক অধিকারের অন্তর্গত।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]