শীত মানেই অতিথি পাখির আগমন। প্রতি বছর শীতের শুরুতেই দেশের হাওর-বাঁওড়, জলাশয়গুলোতে দলবেঁধে আসতে থাকে বিভিন্ন প্রজাতির চেনা-অচেনা পাখি। পাখিদের কলকাকলি আর সৌন্দর্য উপভোগ করতে এসব এলাকায় ভিড় জমাতে থাকে প্রকৃতিপ্রেমীরা। এসব পাখির অবস্থান ক্ষণস্থায়ী। কারণ এদের আবাসস্থল পৃথিবীর উত্তর গোলার্ধের সাইবেরিয়া, ইউরোপ ও এশিয়ার কিছু দেশে।
শীত মৌসুমে পৃথিবীর উত্তর মেরু বরফে আচ্ছন্ন থাকায় এসব পাখি জীবন বাঁচাতে ছুটে আসে নাতিশীতোষ্ণ অঞ্চলে। জীবন বাঁচাতে এসে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাদের। শিকারির পেতে রাখা ফাঁদে পড়ে প্রতিদিন জীবন দিচ্ছে শতাধিক পাখি। যার ফলে দিন দিন কমেই চলছে অতিথি পাখির সংখ্যা। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। পাখিদের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসা পর্যটকদের ব্যয় করা অর্থে জীবিকা নির্বাহ করছে অনেকেই এবং একটা অংশ রাজস্ব হিসেবে যুক্ত হচ্ছে সরকারের কোষাগারে। সর্বোপরি বলতে চাই, জীববৈচিত্র্য রক্ষার্থে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পাখি নিধন বন্ধে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
তপন কুমার ঘোষ
শিক্ষার্থী, সরকারি মুকসুদপুর কলেজ, গোপালগঞ্জ
[email protected]